প্রতিটি উপজেলায় মিনি স্টেডিয়াম নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী

প্রথম পর্বে ১২৬টি মিনি স্টেডিয়াম নির্মাণ করা হয়েছে; আরও ১৮৬টি নির্মাণের প্রকল্প হাতে নেওয়া হয়েছে বলে জানান রাসেল।

টাঙ্গাইল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 June 2023, 04:37 PM
Updated : 4 June 2023, 04:37 PM

দেশের প্রতিটি উপজেলায় একটি করে মিনি স্টেডিয়াম নির্মাণ করার কথা জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ হাসান রাসেল।

তিনি বলেছেন, “প্রধানমন্ত্রী শেখ হাসিনার পছন্দের ‘শেখ রাসেল মিনি স্টেডিয়াম প্রকল্প’ এর আওতায় প্রথম পর্বে ১২৬টি স্টেডিয়াম নির্মাণ করা হয়েছে; আরও ১৮৬টি নির্মাণের প্রকল্প হাতে নেওয়া হয়েছে।”

রোববার দুপুরে টাঙ্গাইল সদর, ঘাটাইল ও সখীপুরে শেখ রাসেল মিনি স্টেডিয়ামের ভিত্তিপ্রস্তর স্থাপনে গিয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, “শিশুরা খুবই সেন্সেটিভ। তাদের গরম বা ঠান্ডা সহজে কাবু করতে পারে না। কিন্তু এই প্রচণ্ড গরমে তারাও কাবু হয়ে গেছে।

গরমের মধ্যে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিশুদের জন্য আয়োজন করা খেলাধুলার বিরোধীতা করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টাঙ্গাইল-৫ আসনের সংসদ সদস্য মো. ছানোয়ার হোসেন, টাঙ্গাইল জেলা প্রশাসক মো. জসীম উদ্দীন হায়দার, পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়ছার, পৌরসভার মেয়র এসএম সিরাজুল হক আলমগীর, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান আনছারী।