Published : 18 Apr 2023, 11:28 PM
সিলেটে সুবিধাবঞ্চিত শিশু-কিশোরদের ঈদ আনন্দে পাশে দাঁড়িয়েছেন পুলিশ নারী কল্যাণ সমিতি–পুনাক সদস্যরা।
মঙ্গলবার সিলেট মহানগর পুনাক সমিতির সভানেত্রী নাসরীন লায়লা শরীফ শতাধিক সুবিধাবঞ্চিত শিশু-কিশোরের হাতে ঈদের নতুন জামা-কাপড়, সেমাই, চিনিসহ অন্যান্য উপকরণ তুলে দেন।
এ উপলক্ষে বেলা ১১টা থেকে সিলেট পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয় সম্মেলন কক্ষে সুবিধাবঞ্চিত শিশু-কিশোরদের মিলন মেলা অনুষ্ঠিত হয়।
এ সময় পুনাক সভানেত্রীসহ সমিতির অন্য কর্মকর্তাগণ শিশু-কিশোরদের হাত রাঙিয়ে দেন। এ সময় মিলনায়তনে বড় পর্দায় শিশুতোষ কার্টুন ও অ্যানিমেশন ছবি দেখানো হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পুনাক সভানেত্রী নাসরিন লায়লা শরীফ বলেন, “ঈদ আমাদের হাসতে শেখায়, একে অপরকে ভালোবাসতে শেখায়, ত্যাগের মহিমা শেখায়। ঈদের এই আনন্দ সবার মাঝে ছড়িয়ে সমাজের সকল শ্রেণির মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”
তিনি সবাইকে সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
সুবিধাবঞ্চিত শিশু-কিশোরদের ঈদকে আনন্দময় করে তুলতে পুনাকের পক্ষ থেকে তারা এই আয়োজন করেন বলে জানান।
এ সময় সিলেট মহানগর পুনাক কর্মকর্তাদের মধ্যে সাবিনা ইয়াসমিন, শাহিনা আক্তার, সায়মা সাদিয়া শাওন, আবিদা মোস্তফা অরিন, দিল আফরোজ, মৌটুসী দেব মৌলি উপস্থিত ছিলেন।
অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার রাখি রানী দাস, আরআই পুলিশ লাইন্স ও কোতোয়ালি থানার ওসি অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন।