দুই দিন গ্রামের বাড়িতে থেকে তিনি আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাদের সঙ্গে বৈঠক করবেন বলে জানিয়েছেন স্থানীয় নেতারা।
Published : 07 Dec 2023, 05:42 PM
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে দুই দিনের সফরে নিজের নির্বাচনি এলাকা গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় গেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৃহস্পতিবার বিকালে সেখানে পৌঁছার পর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমনের সমাধিতে শ্রদ্ধা জানান তিনি।
ঢাকা থেকে সড়ক পথে রওনা দিয়ে বিকাল ৪টায় টুঙ্গিপাড়ায় পৌঁছান প্রধানমন্ত্রী। এরপর তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি বেদীতে পুষ্পস্তবক অর্পণ করেন।
শ্রদ্ধা নিবেদনের পর তিনি সমাধি বেদীর পাশে কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন। এরপর বঙ্গবন্ধুকন্যা ফাতেহা পাঠ করেন।
এ সময় ১৯৭৫ এর ১৫ অগাস্টে নিহত বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্য এবং মহান মুক্তিযুদ্ধে ৩০ লাখ শহীদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাতে অংশ নেন শেখ হাসিনা।
এর আগে বেলা পৌনে ১টায় আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ঢাকার সরকারি বাসভবন গণভবন থেকে টুঙ্গিপাড়ার উদ্দেশে সড়ক পথে রওনা হন। পদ্মা সেতু হয়ে বিকাল ৪টায় গন্তব্যে পৌঁছান তিনি।
এদিন সন্ধ্যায় প্রধানমন্ত্রী তার গ্রামের বাড়ি টুঙ্গিপাড়ায় নিজ নির্বাচনি এলাকার উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাদের সঙ্গে বৈঠক করার সূচি রয়েছে।
শুক্রবার সকালে তিনি কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে দলীয় নেতাকর্মীদের সঙ্গে বৈঠক করবেন বলে স্থানীয় নেতারা জানিয়েছেন।
প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে টুঙ্গিপাড়া ও কোটালীপাড়ায় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে আইনশৃংখলা বাহিনী।