ময়মনসিংহে বাসচাপায় নিহত ৭: চালক ও সুপারভাইজার গ্রেপ্তার শেরপুরে

একদিন আগে যাত্রীবাহী বাস ও অটোরিকশার সংঘর্ষে শিশুসহ সাতজন নিহত হয় বলে জানায় পুলিশ।

শেরপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 Feb 2024, 11:17 AM
Updated : 17 Feb 2024, 11:17 AM

ময়মনসিংহ সদর উপজেলার আলালপুরে যাত্রীবাহী বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে শিশুসহ সাতজন নিহতের ঘটনায় বাসচালক ও সুপারভাইজারকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার মধ্যরাতে শেরপুরের ঝিনাইগাতী উপজেলা সদর ইউনিয়নের বন্দভাটপাড়া থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানান ঝিনাইগাতী থানার ওসি বছির আহমেদ বাদল।

গ্রেপ্তাররা হলেন শেরপুর পৌরসভার মীরগঞ্জ মহল্লার আহসান হাবীব চানের ছেলে বাসচালক সিরাজুল ইসলাম (৪৫) এবং চাপাতলী মহল্লার আনিসুর রহমানের ছেলে সুপারভাইজার মো. জাফর মিয়া ওরফে জনি (৪২)।

শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা থেকে শেরপুরের ঝিনাইগাতীগামী আদিল সরকার পরিবহন নামের একটি বাস ময়মনসিংহ-শেরপুর সড়কে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশাকে চাপা দেয়। এতে অটোরিকশা চালকসহ সাতজন ঘটনাস্থলেই মারা যান।

এ ঘটনায় বাসটি জব্দ করা হলেও পালিয়ে যান বাসচালক, সুপারভাইজার ও চালকের সহকারী।

ওসি বছির আহমেদ বলেন, ময়মনসিংহ থেকে অভিযোগ পাওয়ার পর দুর্ঘটনা কবলিত বাসের চালক ও সুপারভাইজারকে গ্রেপ্তারে অভিযান চালায় ঝিনাইগাতী থানা পুলিশ। পরে রাত ১২টার দিকে উপজেলার বন্দভাটপাড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারদের ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

আরও পড়ুন:

Also Read: ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত

Also Read: ময়মনসিংহে বাসচাপায় প্রাণ হারানো বাবুলের তিন সন্তান এখন ‘অথৈ সাগরে’

Also Read: ‘অটোরিকশাটি একটি গাড়িকে পাশ কাটাতে গিয়ে বাসের সামনে পড়ে’

Also Read: ‘আমার ছেলে কই গেল, এখন সংসারের বাজার কে করবে’