যশোরে অস্ত্র মামলার আসামিকে ‘অস্ত্রসহ’ গ্রেপ্তার

“এ সময় তার কাছে দুটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগাজিন, একটি ওয়ান শ্যুটারগান, তিনটি রিভলবার ও ১৯টি গুলি পাওয়া যায়।”

যশোর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 Feb 2024, 03:19 AM
Updated : 20 Feb 2024, 03:19 AM

যশোরের শার্শায় অস্ত্র মামলাসহ একাধিক মামলার আসামিকে ‘বিদেশি বেশ কয়েকটি পিস্তল ও গুলিসহ’ গ্রেপ্তার করেছে র‌্যাব।

শনিবার দুপুরে শার্শা থানাধীন বাগআঁচড়া হাইস্কুল মার্কেটের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান যশোর র‌্যাব-৬ এর কোম্পানি অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন।

গ্রেপ্তার নাসির উদ্দিন (৪০) শার্শা উপজেলার পুটখালি গ্রামের বাসিন্দা।

মেজর সাকিব হোসেন জানান, ওই মার্কেটের সামনে কিছু কারবারি মাদকদ্রব্য কেনা-বেচার উদ্দেশ্যে জড়ো হওয়ার খবরে র‌্যাব সেখানে অভিযান চালিয়ে নাসিরকে গ্রেপ্তার করে।

“এ সময় তার কাছে দুটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগাজিন, একটি ওয়ান শ্যুটারগান, তিনটি রিভলবার ও ১৯টি গুলি পাওয়া যায়।”

এই র‌্যাব কর্মকর্তা আরও বলেন, নাসিরের বিরুদ্ধে যশোরের বিভিন্ন থানায় একটি অস্ত্র মামলা, একটি অর্থপাচার ও একটি হত্যাচেষ্টার মামলার বিচার চলছে।

আসামিকে গ্রেপ্তারের জন্য র‌্যাব দীর্ঘদিন ধরে চেষ্টা চালাচ্ছিল জানিয়ে র‌্যাব কর্মকর্তা সাকিব হোসেন বলেন, শার্শা থানায় তার বিরুদ্ধে অস্ত্র আইনে আরেকটি মামলা প্রক্রিয়াধীন।

[প্রতিবেদনটি প্রথম প্রকাশিত হয়েছিল ২৩ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক]