ইজতেমায় আরও একজনের মৃত্যু

হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গাজীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 Jan 2023, 04:34 AM
Updated : 15 Jan 2023, 04:34 AM

টঙ্গীর বিশ্ব ইজ‌তেমায় আরও একজনের মৃত্যু হয়েছে। যাকে নিয়ে প্রথম পর্বে মৃতের সংখ্যা দাঁড়াল সাতে।

শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে রোববার সকাল সাড়ে ৬টার দিকে ৭১ বছর বয়সী আনিসুর রহমানের মৃত্যু হয় বলে হাসপাতালের পরিচালক মো. জাহাঙ্গীর আলম জানান।

মৃত আনিসুর ঢাকার বংশালের কাজী আলাউদ্দিন রোড এলাকার বাসিন্দা ছিলেন।

হাসপাতাল পরিচালক বলেন, তার এখানে আনার পর কর্তব্যরত চিকিৎসক আনিসুরকে মৃত ঘোষণা করেন। হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা গেছেন।

বিশ্ব ইজতেমার পরিচালনা কমিটির সদস্য প্রকৌলশী আব্দুন নুর জানান, এর আগে শুক্রবার বিকালে যাত্রাবাড়ীর আক্কাস আলী (৫০), রাত ৯টায় খুলনার ডুমুরিয়া থানার মলমলিয়া গ্রামের মোফাজ্জল হোসেন (৭০), রাত আড়াইটায় চট্টগ্রামের রাউজান সদরের আব্দুর রাজ্জাক (৭০) এবং শনিবার সকাল সাড়ে ৭টায় নরসিংদীর মনোহরদী থানার মাছিমপুর এলকার মো. হাবিবুর রহমান হবি (৭০) মারা যান।

এর আগে বৃহস্পতিবার অসুস্থ হয়ে গাজীপুরের আবু তৈয়ব ওরফে আবু তালেব (৯০) এবং সিলেটের জৈন্তাপুরের নুরুল হক (৬৩) মারা যান।

আখেরি মোনাজাতের মধ্য দিয়ে রোববার শেষ হচ্ছে তাবলিগ জামাতের তিন দিনের সম্মিলন বিশ্ব ইজতেমার প্রথম পর্ব।