Published : 14 Aug 2023, 10:25 AM
কক্সবাজার শহরে ‘পাচারের উদ্দেশ্যে জড়ো করা’ নারী ও শিশুসহ ৩৪ রোহিঙ্গাকে উদ্ধার করেছে পুলিশ। ঘটনাস্থল থেকে পাচারকারী সন্দেহে দুই জনকে গ্রেপ্তার করা হয়েছে।
কক্সবাজার সদর থানার ওসি মো. রফিকুল ইসলাম জানান, রোহিঙ্গা পাচারের খবরে রোববার রাত সাড়ে ৮টার দিকে শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় অভিযান চালানো হয়।
গ্রেপ্তার দুজনের নাম-পরিচয় নিশ্চিত করতে না পারলেও উদ্ধার হওয়া সবাই রোহিঙ্গা নাগরিক বলে জানান ওসি।
উখিয়া ও টেকনাফের বিভিন্ন ক্যাম্পের বাসিন্দা এসব রোহিঙ্গাদের মধ্যে ৮ জন পুরুষ, ১০ জন নারী ও ১৬টি শিশু আছে।
চট্টগ্রামের সাতকানিয়ায় নিয়ে যাওয়ার জন্য তাদের জড়ো করা হচ্ছিল বলে জানান ওসি রফিকুল ইসলাম।
তিনি বলেন, রোববার রাতে একটি চক্র পাচারের উদ্দেশ্যে রোহিঙ্গাদের শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় জড়ো করার খবর পায় পুলিশ। পরে সেখানে অভিযান চালানো হয়। তখন পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্দেহজনক ৩/৪ জন লোক দৌড়ে পালানোর চেষ্টা চালান।
এ সময় ধাওয়া দিয়ে দুই জনকে আটক করা হয় বলে দাবি পুলিশের।
ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে বিক্ষিপ্তভাবে অবস্থান করা ৩৪ রোহিঙ্গাকে উদ্ধার করা হয় দাবি করে ওসি আরও বলেন, “সংঘবদ্ধ পাচারকারী চক্রের লোকজন যানবাহনে করে বিভিন্ন ক্যাম্প থেকে রোহিঙ্গাদের নিয়ে জড়ো করছিল।”
আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে থানায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।