নাটোরে ভেজাল গুড় ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা

ভোক্তা অধিকার কর্মকর্তা বলেন, খেজুর গুড়ে খেজুরের লেশমাত্র নেই।

নাটোর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 Dec 2022, 12:51 PM
Updated : 28 Dec 2022, 12:51 PM

নাটোরের লালপুরে ভেজাল গুড় তৈরির অপরাধে এক ব্যবসায়ীকে দুই লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বুধবার সকাল ৮টা থেকে উপজেলার চর জাজিরা এলাকায় র‍্যাব ৫, জেলা ও উপজেলা প্রশাসনের সহায়তায় অভিযান চালায় ভোক্তা অধিকার অধিদপ্তর।

জাতীয় ভোক্তা অধিকার নাটোর কার্যালয়ের সহকারী পরিচালক মো. মেহেদী হাসান তানভীর।

তিনি বলেন, “অস্বাস্থ্যকর পরিবেশে ভেজাল গুড় তৈরি, সংরক্ষণ ও বিক্রির অপরাধে নাজিম গুড় ভাণ্ডারের স্বত্বাধিকারী নাজিমকে দুই লাখ জরিমানা করা হয়। জরিমানার টাকা সরকারি কোষাগারে জমা করা হয়েছে।

“এ সময় জব্দ ২ হাজার কেজি ভেজাল গুড়, ৫০ কেজি চুন, পাঁচ কেজি ফিটকিরি, ১০ কেজি ডালডা ধ্বংস করা হয়। ২৭ বস্তা চিনি বাজারে বিক্রির জন্য ওই ব্যবসায়ীকে নির্দেশ দেওয়া হয়েছে।”

মেহেদী হাসান তানভীর আরও বলেন, “খেজুরের গুড়ের ব্যবসা করা হচ্ছে অথচ খেজুরের গুড়ের লেশমাত্র নেই। চিনির রস জাল করে চুন, ফিটকিরি, কালার ও বিভিন্ন কেমিক্যাল মিশিয়ে হুবহু খেজুরের গুড় তৈরি করে বাজারজাত করতো এই ব্যবসায়ী,”

অভিযান শেষে স্থানীয়দের সচেতনতার জন্য লিফলেট বিতরণ করা হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান  এই ভোক্তা অধিকার কর্মকর্তা।