এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুইজনকে আটক করেছে পুলিশ।
Published : 25 Mar 2024, 07:10 PM
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে এক কৃষককে কুপিয়ে ও পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এতে আহত হয়েছেন আরও তিনজন। এ ঘটনায় দুইজনকে আটক করেছে পুলিশ।
সোমবার দুপুরে উপজেলা ধোপাডাঙ্গা ইউনিয়নের বজড়া হলুদিয়া গ্রামে এ ঘটনা ঘটে বলে জানান সুন্দরগঞ্জ থানার ওসি মাহবুব আলম।
নিহত আজিজল হক (৫০) ওই গ্রামের প্রয়াত কাচ্চু মিয়া ছেলে। আহত হাসান মিয়া (২১), রাজু মিয়া (৩৫) ও সোহেল মিয়াকে (২৫) সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
তবে তাৎক্ষণিকভাবে আটকদের নাম-পরিচয় জানায়নি পুলিশ।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, দীর্ঘদিন ধরে জমি নিয়ে আজিজল হকের সঙ্গে প্রতিবেশী জহুরুল মিয়া ও শহিদুর রহমানের বিরোধ চলছিল। এ ঘটনা নিয়ে সকালে আজিজল হকের সঙ্গে প্রতিবেশীদের কথা কাটাকাটি হয়।
এক পর্যায়ে ধারাল অস্ত্র দিয়ে আজিজল হককে পিটিয়ে ও কুপিয়ে জখম করে প্রতিপক্ষ। তাকে বাঁচাতে স্বজনরা এগিয়ে গেলে তাদেরকে আঘাত করা হয়। এতে ঘটনাস্থলেই মারা যান আজিজল।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়।
ওসি মাহবুব আলম জানান, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুইজনকে আটক করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।