কাপ্তাই হ্রদে নৌকা ডুবে ২ পর্যটক নিহত

জয়পুরহাট থেকে রাঙামাটি বেড়াতে আসা এই পর্যটকদের নিয়ে নৌকাটি শহরের ডিসি বাংলো এলাকায় ডুবে যায়।

রাঙামাটি প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 Feb 2023, 03:05 PM
Updated : 20 Feb 2023, 03:05 PM

কাপ্তাই হ্রদে একদল পর্যটকবাহী একটি ইঞ্জিন নৌকা ডুবে দুইজন প্রাণ হারিয়েছেন। জীবিত উদ্ধার করা হয়েছে ৫৯ জনকে।

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা থেকে রাঙামাটি বেড়াতে আসা এই পর্যটকদের নিয়ে নৌকাটি সোমবার সন্ধ্যায় শহরের ডিসি বাংলো এলাকায় ডুবে যায়।

পর্যটকদের সফরসঙ্গী পল্টু বর্মন নিহত দুইজনের নাম হেনা রাণী বর্মন ও পুষ্প রাণী বর্মন বলে জানিয়েছেন।

তবে পুলিশ বা স্থানীয় প্রশাসন নামগুলো নিশ্চিত করতে পারেনি।

উদ্ধারকাজে থাকা মো. সোহেল নামের এক তরুণ বলেন, মানুষের চিৎকার শুনে তারা দ্রুত উদ্ধারের জন্য হ্রদে ঝাঁপিয়ে পড়েন এবং মোটামুটি সবাইকে উদ্ধার করতে সক্ষম হন। তবে এরই মধ্যে দুইজন প্রাণ হারিয়েছেন।

উদ্ধার হওয়া জয় চন্দ্র বলেন, তারা জয়পুরহাট থেকে শিবপূজা উপলক্ষে সীতাকুণ্ড চন্দ্রনাথ ধামে আসেন। সেখানে পূজা শেষে সোমবার সকালে রাঙামাটি আসেন। সকালে বোটে করে ঘুরতে বের হন।

“বিকালে সাড়ে ৫টার দিকে গাছের সঙ্গে ধাক্কা লেগে বোটে পানি উঠে যায় এবং বোটটি ডুবে যায়।”

রাঙামাটির সিভিল সার্জন ডা. বিপাশ খীসা বলেন, দুইজনকে মৃত অবস্থাতেই হাসপাতালে আনা হয়েছিল; দুইজনই মহিলা। আহত তিনজনের মধ্যে একজনের অবস্থা আশঙ্কামুক্ত নয়। বাকি সবাই মোটামুটি সুস্থ আছেন।

রাঙামাটির জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান জানিয়েছেন, সন্ধ্যায় ডিসি বাংলো এলাকায় একটি পর্যটকবাহী বোট ডুবে এই দুর্ঘটনা ঘটে। এতে দুইজন নিহত হন। ৫৯ জনকে উদ্ধার করা হয়েছে।

“এই ধরনের দুর্ঘটনা যেন আর না ঘটে, তা আলোচনার জন্য শীঘ্রই আমরা বোট চালকদের নিয়ে বসব।”

উদ্ধার শেষে জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান ও পুলিশ সুপার মীর আবু তৌহিদ পর্যটকবাহী নৌকার যাত্রীদের একটি আবাসিক হোটেলে নিয়ে যান এবং সেখানে খাবারের ব্যবস্থা করেন।