পাহাড়ের পাদদেশে মাটি দিয়ে বসতঘরটি তৈরি করেছিলেন ফকির মোহাম্মদ। রাতে ভারী বৃষ্টি হওয়ায় ঘরের উপরে ও চারপাশে ত্রিপল দিয়ে ঘুমিয়েছিলেন তারা।
Published : 17 Nov 2023, 10:23 AM
ঘূর্ণিঝড় মিধিলির প্রভাবে অব্যাহত বর্ষণে কক্সবাজারের টেকনাফ উপজেলায় বসতঘরের মাটির দেয়াল চাপায় এক পরিবারের চারজন নিহত হয়েছেন।
বৃহস্পতিবার রাত ৩টার দিকে হ্নীলা ইউনিয়নের মৌলভীবাজারের মরিচ্যাঘোনার পানিরছড়া নামক এলাকায় এ ঘটনাটি ঘটেছে বলে জানিয়েছেন ইউপির চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলী।
নিহতরা হলেন- ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের পানিরছড়ার ফকির মোহাম্মদের স্ত্রী আনোয়ারা বেগম (৫০), ছেলে শাহিদুল মোস্তফা (২০), মেয়ে নিলুফা ইয়াছমিন (১৫) ও সাদিয়া বেগম (১১)।
স্থানীয়দের বরাত দিয়ে রাশেদ মাহমুদ আলী বলেন, বৈরী আবহাওয়ার কারণে উপজেলায় বৃহস্পতিবার সকাল থেকেই গুড়ি গুড়ি বৃষ্টি হলেও রাত ৮টার পর থেকে কয়েক দফা ভারী ও মাঝারি বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। এর মধ্যেই রাতে এই দুর্ঘটনা ঘটে।
“পাহাড়ের পাদদেশে ফকির মোহাম্মদ নিজে বসতঘরটি মাটি দিয়ে তৈরি করেছিলেন। রাতে ভারী বৃষ্টি হওয়ায় ঘরের উপরে ও চারপাশে ত্রিপল দিয়ে ঘুমান সবাই।
“এরপর হঠাৎ রাত ৩টার দিকে ভারী বৃষ্টিতে মাটির দেওয়াল ধসে চাপা পড়ে ফকির মোহাম্মদ ছাড়া বাড়ির সবাই মারা যান।”
ঘটনার ব্যাপারে পুলিশ ও স্থানীয় ফায়ার সার্ভিস স্টেশনে খবর দেওয়া হয়েছে বলে জানান ইউপির চেয়ারম্যান।
তিনি জানান, ঘটনায় আর কেউ মাটি চাপা অবস্থায় আছে খুঁজে দেখতে ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার তৎপরতা চালাচ্ছেন। ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
১নং ওয়ার্ডের ইউপি সদস্য বশির আহমদ বলেন, রাতে পরিবার সবাই খাওয়া-ধাওয়া করে ঘুমাতে যান। এর মধ্যে মধ্যরাতে বসতঘরের মাটির দেওয়াল চাপা পড়ে পরিবারের সদস্যরা। পরে খবর পেয়ে স্থানীয় লোকজন মাটি চাপা পড়া ৪ জনের মৃতদেহ উদ্ধার করে ও আহত কয়েকজনকে উদ্ধার করে।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আদনান চৌধুরী বলেন, নিহতদের দাফন প্রক্রিয়ার জন্য সরকারি ব্যবস্থাপনায় ব্যবস্থা নেওয়া হচ্ছে। ঘটনাস্থলে ইউপির চেয়ারম্যান ও উপজেলা পরিষদ থেকে একজন কর্মকর্তাকে পাঠানো হয়েছে।