নাসির ৪টি স্বর্ণ, ৫টি রোপ্য ও একটি ব্রোঞ্জপদক জিতেছেন।
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে দুটি প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর৷
বুধবার বিকেলে মৌচাক ও মাদানীনগর এলাকায় ভোক্তা অধিকারের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামান এ জরিমানা করেন৷
জরিমানা করা প্রতিষ্ঠান দুটি হলো- সিদ্ধিরগঞ্জের মৌচাক এলাকার চিশতিয়া বেকারি এবং মাদানীনগরের শরীফ অ্যান্ড সায়েমা কেমিক্যাল৷ দুটি প্রতিষ্ঠানকেই ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়।
সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামান বলেন, চিশতিয়া বেকারিকে পণ্যের প্যাকেটের গায়ে মূল্য না থাকায় এবং অনুমোদনহীনভাবে খাদ্য তৈরির অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৭ ও ৪৩ ধারায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অপরদিকে শরীফ অ্যান্ড সায়েমা কেমিক্যালকে অবৈধ প্রক্রিয়ায় মশার কয়েল তৈরির অপরাধে ৪৩ ধারায় ৫০ হাজার টাকা জরিমানা করে আদায় করা হয়েছে।