ছড়িটির উপরের কলাগুলো খাওয়ার উপযোগী হলেও নীচের গুলো এখনও খাওয়ার যোগ্য হয়নি বলে জানান গাজীপুর সদর উপজেলা কৃষি কর্মকর্তা।
Published : 23 Dec 2023, 05:45 PM
গাজীপুর মহানগরের এক পার্কে একটি কলা গাছে ৭ ফুট লম্বা ছড়িতে আড়াই থেকে তিন হাজার কলা ধরার খবর পাওয়া গেছে।
কাশিমপুর থানার লতিফপুর এলাকায় অবস্থিত মনপুরা পার্কে ওই কলা গাছটি দেখতে প্রতিদিন উৎসুক মানুষ ভিড় করছেন।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেইসবুকে ওই কলার ছড়ির ভিডিও ভাইরাল হয়।
ভিডিওতে দেখা যায়, কলার ওজনে যাতে গাছটি হেলে না পড়ে তার জন্য দুটি বাঁশ দিয়ে ছড়ি দাঁড় করিয়ে রাখা হয়েছে।
মনপুরা পার্ক কর্তৃপক্ষ জানায়, প্রায় দুই বছর আগে পার্কে ঘুরতে এসে এক পর্যটক একটি কলার চারা উপহার হিসেবে দিয়ে যান।
পরে কলার চারাটি পার্কের ভেতরেই রোপণ করা হয়। ধীরে ধীরে ওই চারাটি বড় হতে থাকে। এক সময় চারা গাছটি বড় হয়ে কলার ছড়ি ধরে। এরপর কলার গাছটি ভেঙে পড়ে।
পরে ওইখান থেকেই নতুন করে একটি কলার চারা জন্ম নেয়। কলা গাছটি বড় হয়। ছয় মাস আগে গাছটিতে কলার ছড়ি বের হয়।
ছড়িটিও বড় হতে থাকে। বড় হতে হতে কলার ছড়িটি প্রায় ৭ ফুট লম্বা হয়ে মাটিতে ছুঁয়ে যায়। আর ওই ছড়িটিতে কয়েক হাজার কলা ধরেছে।
ওই গাছের কলা খেতে চম্পা কলার মতই স্বাদ। এ ধরনের কলার ছড়ি সচরাচর দেখা যায় না।
আবু সাঈদ নামে এক দর্শনার্থী বলেন, “লম্বা কলার ছড়ির কথা শুনে শনিবার গাছটি দেখতে ওই পার্কে গিয়েছিলাম। এতো বড় কলার ছড়ি জীবনেও দেখিনি।”
মনপুরা পার্কের ব্যবস্থাপক জায়েদ হাসান বলেন, “দুই বছর আগে এক দর্শনার্থী পার্কে ঘুরতে এসেছিলেন। তিনি কলাগাছটি উপহার হিসাবে দিয়ে যান। এটি হাজারিকা জাতের কলা গাছ। কলার ছড়ি দেখতে অনেকেই দূর-দূরান্ত থেকে মানুষ পার্কে আসছেন।”
গাজীপুর সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. হাসিবুল হাসান বলেন, “কলার ছড়িটা দেখতে আমরা পার্কে গিয়েছিলাম। উপরের কলাগুলো খাওয়ার উপযোগী হলেও নীচের কলাগুলো এখনও খাওয়ার যোগ্য হয়নি।”