পুলিশ হত্যা মামলার আসামিসহ ফেনী বিএনপি-যুবদলের ১০ জন গ্রেপ্তার

পুলিশের পিটুনিতে ফেনী পৌর বিএনপির সদস্য সচিবসহ ১৫ নেতাকর্মী আহত হয়েছেন বলে দাবি বিএনপির।

ফেনী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 Nov 2023, 11:04 AM
Updated : 12 Nov 2023, 11:04 AM

ফেনীতে পৃথক অভিযানে পুলিশ সদস্য পিটিয়ে হত্যা মামলার অন্যতম আসামিসহ বিএনপি ও যুবদলের ১০ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে র‌্যাব ও গোয়েন্দা পুলিশ।

শনিবার মধ্যরাতে জেলা যুবদল সভাপতি জাকির হোসেন জসিমসহ তিনজনকে গ্রেফতার করেছে বলে জানিয়েছে র‌্যাব-৭ ফেনী ক্যাম্পের অধিনায়ক, উপ-পরিচালক স্কোয়াড্রন লিডার মোহাম্মদ সাদেকুল ইসলাম। 

অপরদিকে গোয়েন্দা পুলিশ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গাজী হাবিবুল্লাহ মানিকসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে বলে জানিয়েছে ডিবির পরিদর্শক সন্দ্বীপ কুমার দাস।

র‌্যাবের স্কোয়াড্রন লিডার সাদেকুল জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি দল শনিবার মধ্যরাতে ফেনী সদর উপজেলার শর্শদী ইউনিয়নের মোহাম্মদ আলী বাজার এলাকায় অভিযান চালিয়ে যুবদলের জেলা সভাপতি জাকির হোসেন জসিমকে (৫০) গ্রেপ্তার করে।

তিনি ২৮ অক্টোবর রাজধানীতে বিএনপির মহাসমাবেশে পুলিশ কনস্টেবল আমিরুল হক পারভেজকে পিটিয়ে হত্যা মামলার ৮৮ নম্বর আসামি।

গ্রেপ্তার জসিম ফেনী সদর উপজেলার ধলিয়া ইউনিয়নের ওয়াজিউল্লার ছেলে ও ধলিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান। তার বিরুদ্ধে ফেনী ও খাগড়াছড়ি জেলার বিভিন্ন থানায় সরকারি সম্পত্তির ক্ষতি, নাশকতা, হত্যাচেষ্টাসহ ১৩টি মামলা রয়েছে।

একই অভিযানে ককটেল বিস্ফোরণ মামলার আসামি জেলা যুবদল সাধারণ সম্পাদক নাসির উদ্দিন খন্দকার (৪৮) ও জাকির হোসেন জসিমের জামাতা ফজলুল হক মুন্নাকে (২৯) গ্রেফতার করে র‍্যাব। নাসিরের বিরুদ্ধে তিনটি ও মুন্নার বিরুদ্ধে একটি মামলায় রয়েছে।

গ্রেফতার আসামিদের রাতেই ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে র‍্যাব জানিয়েছে।

অপরদিকে রোববার সকালে অবরোধ সমর্থনে বিএনপি শহরের মহিপাল এলাকার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিক্ষোভ মিছিল করলে পুলিশ ধাওয়া করে।

ফেনী জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল বলেন, মিছিলে পুলিশ অতর্কিত হামলা চালিয়ে ফেনী জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক গাজী হাবিব উল্যাহ মানিক, পৌর বিএনপির আহ্বায়ক দেলোয়ার হোসেন বাবুল, ধর্মপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জিয়া উদ্দিন পাটোয়ারী, কালিদহ ইউনিয়ন বিএনপি নেতা মহি উদ্দিন, ছাত্রদল নেতা আরমানকে গ্রেপ্তার করেছে।

পুলিশের পিটুনিতে এ সময় ফেনী পৌর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মেজবাহ উদ্দিন ভূঁইয়া গুরুতর আহত হয়। এ ছাড়া অন্তত ১৫ নেতা-কর্মী আহত হয়েছেন বলেও জানান এই বিএনপি নেতা।

জেলা গোয়েন্দা পুলিশের ওসি সদীপ কুমার দাস জানান, মানিকের বিরুদ্ধে চারটি ও বাবুলের বিরুদ্ধে একটি মামলায় গ্রেফতারি পরোয়ানা রয়েছে। এ ছাড়া মানিক অন্তত ৮৫টি মামলায় জামিনে রয়েছেন বলেও জানা গেছে।