Published : 03 Jan 2024, 02:31 PM
ময়মনসিংহের ভালুকা উপজেলায় প্লাস্টিক পুড়িয়ে জ্বালানি তেল তৈরির এক কারখানায় ড্রাম বিস্ফোরণে একজনের মৃত্যু হয়েছে; আহত হয়েছেন আরও দুইজন।
বুধবার বেলা ১১টায় উপজেলার মল্লিকবাড়ি ইউনিয়নের ভায়াবহ গ্রামে এ ঘটনা ঘটে বলে ভালুকা মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান।
নিহত বিল্লাল হোসেন (৪৫) ওই এলাকারই বাসিন্দা। আহতরা হলেন- মো. সাইদুল ইসলাম ও আব্দুল লতিফ।
লতিফের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। আর সাইদুলকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানান ওসি।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ভালুকা স্টেশন অফিসার মো. সিরাজুল ইসলাম বলেন, প্লাস্টিক পুড়িয়ে ও প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে ডিজেল তৈরি করা হত ওই কারখানায়। ডিজেল রাখার একটি ড্রামে বিস্ফোরণ হয়েছে সেখানে।
“বিস্ফোরণের পর সেখানে আগুন ধরে যায়। খবর পেয়ে আমরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছি। একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।”
স্থানীয়ভাবে প্লাস্টিক পুড়িয়ে ডিজেল, পেট্রোল ও অকটেন তৈরির কারখানা দেশের বেশ কিছু জায়গায় গড়ে উঠেছে। খুলনা, পিরোজপুর, কুড়িগ্রাম, কিশোরগঞ্জ, নওগাঁয় এ ধরনের কারখানা আছে। এর মধ্যে খুলনার প্রজেক্টটি বেশ বড়। সিটি করপোরেশনের উদ্যোগে ওই পাইলট প্রকল্পে পরিবেশ অধিদপ্তরেরও সহায়তা রয়েছে।
তবে বিচ্ছিন্নভাবে গড়ে ওঠা কারখানার মান ও নিরাপত্তা নিয়ে প্রশ্ন রয়েছে। ভালুকার কারখানাটি নিয়ে এর আগেও সংবাদমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়েছে। তাতে দেখা যায়, স্থানীয় প্রশাসন এ বিষয়ে অবগত ছিল।