বাজার তদারকি করতে গিয়ে হলি ফ্যামিলি ডায়াগনস্টিক সেন্টারে অভিযান পরিচালনা করে মেয়াদোত্তীর্ণ রিএজেন্ট পাওয়া যায়।
Published : 02 Mar 2024, 08:25 AM
চাঁদপুর শহরে ডেঙ্গু পরীক্ষায় অতিরিক্ত ফি আদায় ও মেয়াদোত্তীর্ণ রিএজেন্ট পাওয়ায় এক ডায়াগনস্টিক সেন্টারকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার শহরের বাসস্ট্যান্ড এলাকায় ‘হলি ফ্যামিলি ডায়াগনস্টিক সেন্টারে’ অভিযান চালানো হয় বলে জেলা জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক নুর হোসেন জানান।
তিনি বলেন, বাজার তদারকি করতে গিয়ে হলি ফ্যামিলি ডায়াগনস্টিক সেন্টারে অভিযান পরিচালনা করে মেয়াদোত্তীর্ণ রিএজেন্ট পাওয়া যায়।
এ ছাড়া সরকার নির্ধারিত ডেঙ্গু পরীক্ষা ফি সিবিসি ৪০০ টাকা, এনএস-১: ৩০০ টাকা, আইজিজি/আইজিএম: ৩০০ টাকা। কিন্তু ওই প্রতিষ্ঠান এ সব জেনেও ইচ্ছাকৃতভাবে সিবিসি ৭০০ টাকা, এনএস-১: ১ হাজার টাকা, আইজিজি/আইজিএম: এক হাজার টাকা করে রেখে আসছে।
সেই সঙ্গে ওই প্রতিষ্ঠানে মেয়াদোত্তীর্ণ রিএজেন্ট পাওয়ায় এবং নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সেবা বিক্রির দায়ে ১৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয় বলে জানান তিনি।
এ সময় অভিযানে সহযোগিতা করে চাঁদপুর জেলা ক্যাব এবং জেলা পুলিশের একটি দল।
[প্রতিবেদনটি প্রথম প্রকাশিত হয়েছিল ২৫ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক]