একটি বস্তা ভাসতে দেখে জরুরি সেবা ৯৯৯ এ ফোন করেন স্থানীয়রা।
Published : 19 Oct 2022, 02:57 PM
ভোলার ইলিশা ফেরিঘাট এলাকায় মেঘনা নদীর তীর থেকে অজ্ঞাত পরিচয় এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
পূর্ব ইলিশা সদর নৌ থানার ওসি আখতার হোসেন জানান, বুধবার সকাল ৮টায় লাশটি উদ্ধার করা হয়। নিহতের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
ওসি বলেন, মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে স্থানীয়রা মেঘনার তীরে একটি বস্তা ভাসতে দেখে জরুরি সেবা ৯৯৯ এ ফোন করেন। পরে পুলিশ গিয়ে তা উদ্ধার করে ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠায়।
“নিহত ব্যক্তির শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।”
ময়নাতদন্তের পরে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।