গুরুতর আহত দুইজনের মধ্যে আশঙ্কাজনক একজনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় ট্রাকের সঙ্গে সংঘর্ষে অটোরিকশার চালক ও যাত্রী নিহত হয়েছেন; আহত হয়েছেন আরও একজন।
মঙ্গলবার সকাল ১১টায় শেরপুর-ময়মনসিংহ মহাসড়কে উপজেলার গোপালপুর খামার বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে তারাকান্দা থানার ওসি মো. আবুল খায়ের জানান।
নিহতরা হলেন- অটোরিকশার যাত্রী ফুলপুর উপজেলার সদর ইউনিয়নের সোহাগ মণ্ডল এবং চালক ইমাদপুর গ্রামের হাফিজুল ইসলাম।
স্বজনদের বরাত দিয়ে পুলিশ জানায়, অটোরিকশার চালক দুই যাত্রী নিয়ে ময়মনসিংহে যাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সঙ্গে সংঘর্ষের পর তিনজন গুরুতর আহত হয়। আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। দুপুরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুজন মারা যান।
ওসি আবুল খায়ের আরও বলেন, মরদেহ দুটি মর্গে রাখা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।