ঝালকাঠিতে যুবলীগের সংঘর্ষ: মামলার আসামি তিন কাউন্সিলসহ ১৫৯ জন

মামলায় সদর উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়াবিষয়ক সম্পাদক গ্রেপ্তার হয়েছেন বলে পুলিশ জানায়।

ঝালকাঠি প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 Nov 2023, 02:03 PM
Updated : 19 Nov 2023, 02:03 PM

ঝালকাঠিতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবলীগের দুপক্ষের সংঘর্ষের ঘটনায় তিন পৌর কাউন্সিলরসহ ১৫৯ জনের নামে মামলা হয়েছে।

রোববার সকালে জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও যুবলীগ নেতা সৈয়দ হাদিসুর রহমান মিলনের স্ত্রী সৈয়দা মারিয়া আক্তার বাদী হয়ে মামলাটি করেন বলে ঝালকাঠি থানার ওসি নাসির উদ্দিন সরকার জানান।

মামলায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর কাউন্সিলর হাফিজ আল মাহমুদ, জেলা যুবলীগের আহ্বায়ক ও পৌর কাউন্সিলর রেজাউল করিম জাকির, যুগ্ম আহ্বায়ক ও পৌর কাউন্সিলর কামাল শরীফসহ ৩৯ জনের নাম উল্লেখ করা হয়। এ ছাড়া অজ্ঞাতনামা আসামি করা হয় ১২০ জনকে।

গত বৃহস্পতিবার সকালে শহরের পোস্ট অফিস সড়কে অবরোধবিরোধী মোটরসাইকেল মহড়ার সময় যুবলীগের দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সৈয়দ হাদিসুর রহমান মিলনসহ সাতজন গুরুতর আহত হন।

ঝালকাঠির ওসি নাসির উদ্দিন সরকার বলেন, “যুবলীগের দুপক্ষের মধ্যে আগে থেকেই বিরোধ ছিল। এরই জের ধরে হামলা-সংঘর্ষের ঘটনা ঘটে। আহত সৈয়দ মিলনের স্ত্রী বাদী হয়ে মামলা করেছেন। পুলিশ অভিযান চালিয়ে সদর উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়াবিষয়ক সম্পাদক জাহাঙ্গীর ফরাজীকে গ্রেপ্তার করেছে।”

অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যহত আছে বলেও জানান ওসি নাসির উদ্দিন।