গাজীপুর মহানগরীতে জুতার ভেতর থেকে প্রায় ৩০০ গ্রাম হেরোইন উদ্ধার করেছে র্যাব। এ ঘটনায় এক যুবককে আটক করা হয়েছে।
মঙ্গলবার বিকালে সদর থানার ধীরাশ্রম এলাকা থেকে তাকে আটক করা হয় বলে জানিয়েছেন গাজীপুর র্যাব-১ এর পোড়াবাড়ী ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মো. ইয়াসির আরাফাত হোসেন।
আটক মো. ইসমাইল (৩৮) চাঁপাইনবাবগঞ্জ সদর থানার গোবরাতলার ময়াপুকুর এলাকার মো. আবজাল হোসেনের ছেলে।
মেজর ইয়াসির বলেন, “গোপন খবরে জানতে পারি, ধীরাশ্রম বাজার এলাকায় কয়েক ব্যক্তি মাদকের বড় একটি চালান ক্রয়-বিক্রয়ের জন্য অবস্থান করছেন।
“পরে অভিযান চালিয়ে জনতা মেডিকেল হল ফার্মেসির সামনের সড়ক থেকে ইসমাইলকে আটক করা হয়। এ সময় তার পায়ের জুতা কেটে ২৮৬ গ্রাম হেরোইন উদ্ধার ও মাদক বিক্রির দুই হাজার টাকা জব্দ করা হয়।”
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকের কাছ থেকে পাওয়া তথ্যের বরাতে র্যাব কর্মকর্তা আরও বলেন, “ইসমাইল দীর্ঘদিন ধরে বিভিন্ন স্থান থেকে হেরোইন সংগ্রহ করে গাজীপুরের আশপাশে খুচরা ও পাইকারি বিক্রি করে আসছিলেন।”
জব্দ করা হেরোইনের আনুমানিক মূল্য ৩০ লাখ টাকা বলে জানান মেজর ইয়াসির।