বরিশালে ‘এক রাতে মন্দির-বিদ্যালয় ও পাঁচ বাড়িতে চুরি’

এলাকায় চুরি বেড়ে যাওয়ার কথা স্বীকার করে আগৈলঝাড়া থানার পরিদর্শক মাজাহারুল ইসলাম বলেন, চোর-চক্র প্রতিরোধে তৎপরতা বাড়ানো হয়েছে।

বরিশাল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 Dec 2022, 01:26 PM
Updated : 5 Dec 2022, 01:26 PM

বরিশালের আগৈলঝাড়ায় এক রাতে দু্টি শিক্ষা প্রতিষ্ঠান, মন্দির ও পাঁচটি বাড়িতে চুরির ঘটনা ঘটেছে।

রোববার রাতে এসব ঘটনা ঘটলেও বাড়ি-ঘরে চুরির বিষয়ে কোনো অভিযোগ পাননি বলে আগৈলঝাড়া থানার পরিদর্শক (তদন্ত) মাজাহারুল ইসলাম জানান।

অভিযোগের বরাতে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রোববার রাতে উপজেলার রাজিহার মাধ্যমিক ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কলাপসিবল গেইটের তালা ভেঙে চোর প্রবেশ করে। পরে দরজার তালাও ভাঙে।

থানার পরিদর্শক জানান, চোরেরা ভেতরে ঢোকে মূল্যবান কাগজপত্র তছনছ করে দুই বিদ্যালয় থেকে নগদ প্রায় সাড়ে চার হাজার টাকা নিয়ে যায়।

“একই রাতে উপজেলার বসুন্ডা গ্রামের দাস বাড়ির মন্দিরের তালা ভেঙে কাসার জিনিসপত্র চুরি হয়।”

এদিকে, স্থানীয় সাংবাদিক আজার রহমান জানান, ওই রাতে একই গ্রামের শওকত হোসেন ও ইমরুল মিয়ার এবং রাজিহার গ্রামের সুজিত হালদার, রামকৃষ্ণ দাস, মতি লাল পান্ডের বাড়িতেও চুরির ঘটনা ঘটে।

এলাকায় চুরি বেড়ে যাওয়ার কথা স্বীকার করে মাজাহারুল ইসলাম বলেন, “চোর-চক্র প্রতিরোধে তৎপরতা বাড়ানো হয়েছে।”