আগুন নেভাতে সাহায্য করার জন্য এগিয়ে আসলে আরশাদ শেখ ও তার ভাই জাহাঙ্গীর শেখ বিদ্যুৎস্পৃষ্ট হন।
Published : 14 Oct 2023, 01:42 PM
মাগুরার শ্রীপুর উপজেলায় ঘরে লাগা আগুনে পুড়ে এক নারী এবং আগুন নেভাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রতিবেশীর মৃত্যু হয়েছে।
শনিবার ভোর ৪টার দিকে উপজেলার ২ নং আমলসার ইউনিয়নের কচুবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন শ্রীপুর থানার ওসি কাঞ্চন কুমার রায়।
নিহতরা হলেন- ওই গ্রামের আলম শেখের স্ত্রী সবিরন বেগম (৪০) ও প্রতিবেশী আরশেদ শেখ ওরফে কানু (৪৫)।
এ সময় আরশেদ শেখের ভাই জাহাঙ্গীর শেখও (৪২) বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় তাকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আলম শেখ বলেন, “স্ত্রী ও আট বছরের ছেলেসহ ঘরে ঘুমিয়েছিলাম। আনুমানিক ভোর চারটার দিকে হঠাৎ বৈদ্যুতিক শটসার্কিট হয়ে ঘরে আগুন ধরে যায়। এ সময় আমি ধাক্কা দিয়ে বেড়া খুলে ফেলে ছেলেকে নিয়ে ঘরের বাইরে বেরিয়ে যেতে সক্ষম হই।
“কিন্তু আমার স্ত্রী অসুস্থ থাকায় সে ঘর থেকে বেরুতে পারেনি। ঘরের মধ্যেই আগুনে পুড়ে মারা যায় সে।”
আলম শেখ আরও বলেন, “আগুন লাগার ঘটনা দেখে আমাদের প্রতিবেশী আরশাদ শেখ ও তার ভাই জাহাঙ্গীর শেখ সাহায্য করার জন্য এগিয়ে আসলে তারা দু’জনই বিদ্যুৎস্পৃষ্ট হন। ”
শ্রীপুর ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার জাহাঙ্গীর হোসেন বলেন, আগুনে দু’টি ঘর পুড়ে গেছে। ঘটনাস্থলেই একজন নারী পুড়ে গেছেন। আহত দুইজনকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হলে সেখানে একজনের মৃত্যু হয়েছে। অপরজন চিকিৎসাধীন রয়েছেন।
তিনি আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।
শ্রীপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কর্মকর্তা আশরাফুজ্জামান লিটন বলেন, চিকিৎসাধীন জাহাঙ্গীর শেখকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।
এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলার প্রস্তুতি চলছে বলে জানান ওসি কাঞ্চন কুমার রায়।