এ দুর্ঘটনার ফলে রেল লাইনের একটি ব্রিজ ভেঙে যায়। লাইনচ্যুত বগি দুটি রেখে পরে পাঁচটি বগি শ্রীমঙ্গলে পাঠানো হয়।
Published : 22 Nov 2023, 10:37 PM
হবিগঞ্জের বাহুবল উপজেলায় একটি তেলবাহী ট্রেন লাইনচ্যুত হয়ে সারাদেশের সঙ্গে সিলেটের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।
বুধবার রাত ৮টা ১০ মিনিটে উপজেলার মিরপুর ইউনিয়নের রাউদ গাঁও এলাকায় ট্রেনটির দুটি বগি লাইনচ্যুত হয় বলে শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার আবুল খায়ের জানান।
তিনি বলেন, ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্টেশন থেকে সিলেটগামী তেলবাহী ৯৫১ ট্রেনটি রাউদগাঁও এলাকায় পৌঁছালে দুটি বগির চাকা লাইন ছেড়ে বেরিয়ে যায়।
তাতে লাইন বন্ধ হয়ে যাওয়ায় সারাদেশের সাথে সিলেটের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। তবে এ দুর্ঘটনার কারণে আশপাশের কোনো স্টেশনে কোনো ট্রেন আটকে থাকার খবর পাওয়া যায়নি।
কীভাবে এ দুর্ঘটনা ঘটল, তা এখনও স্পষ্ট নয়। ট্রেনে থাকা রেল পুলিশের কনস্টেবল জাহাঙ্গীর আলম বলেন, ট্রেন রাউদ গাঁও এলাকায় একটি সেতুর কাছে পৌঁছানোমাত্র বিকট শব্দ হয়। এ সময় চালক ‘হার্ডব্রেক’ করেন। তখন ট্রেনের ৫ ও ১৪ নম্বার বগি লাইনচ্যুত হয়।
এ দুর্ঘটনার ফলে রেল লাইনের একটি ব্রিজ ভেঙে যায়। লাইনচ্যুত বগি দুটি রেখে পরে পাঁচটি বগি শ্রীমঙ্গলে পাঠানো হয়।
কনস্টেবল জাহাঙ্গীর বলেন, বাহুবল থানা ও রেলওয়ে পুলিশ ওই দুটি বগি পাহাড়া দিচ্ছে। তবে রাত ১টা পর্যন্ত উদ্ধার কাজ শুরু হয়নি।