সিলেটের মোগলাবাজারে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন; আহত হয়েছেন আরও চারজন।
শুক্রবার বিকেল সাড়ে ৪টায় সিলাম ইউনিয়নে সুলতানপুর-গহরপুর সড়কে এই দুর্ঘটনা ঘটে বলে মোগলাবাজার থানার ওসি রেজাউল করিম জানান।
নিহতরা হলেন- বালাগঞ্জ উপজেলার চরলাপুর গ্রামের হুরমত উল্লাহর ছেলে অটোরিকশার চালক বাবুল মিয়া এবং একই উপজেলার গহরপুর এলাকার আমজাদ আলীর ছেলে মো. আনহার।
গুরুতর আহত চারজনকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এর মধ্যে তিনজনের নাম পাওয়া গেছে; তারা হলেন- সোনা মিয়া (২২), তার চাচাতো বোন সুজিনা (২২) এবং মামাতো ভাই আলাউদ্দিন (২৬)। আহতদের সবার বাড়ি বালাগঞ্জ উপজেলার গহরপুর মাদ্রাসা বাজার এলাকায়।
ওসি বলেন, সংঘর্ষের পর অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। হতাহতরা সবাই অটোরিকশার যাত্রী ছিলেন।
ময়নাতদন্তের জন্য দুজনের মরদেহ ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান ওসি।