রূপগঞ্জে আটকদের নাম তাৎক্ষণিক প্রকাশ না করলেও তারা নিজেদের ছাত্রদলের সাবেক নেতা বলে পরিচয় দিয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
Published : 02 Nov 2023, 11:13 AM
বিএনপি-জামায়াতের ডাকা অবরোধের শেষ দিনে নারায়ণগঞ্জের রূপগঞ্জ ও সিদ্ধিরগঞ্জে যানবাহনে আগুন, ভাংচুর করা হয়েছে। এসব ঘটনায় গুলিতে আহত দু’জনসহ সাতজনকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার সকাল সোয়া ৬টার দিকে রূপগঞ্জের নলপাথর এলাকায় এশিয়ান হাইওয়েতে (ঢাকা বাইপাস) একটি কভার্ডভ্যান ও একটি ট্রাকে আগুন এবং কয়েকটি যানবাহনে ভাঙচুর করা হয় বলে জানিয়েছেন জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার আবির হোসেন৷
তিনি বলেন, “চালকদের নামিয়ে মারধরের পর যানবাহন দু’টিতে আগুন দেয় বিএনপি-জামায়াতের ডাকা অবরোধ সমর্থনকারীরা৷ এতে যানবাহন দু’টির সামনের অংশ পুড়ে গেছে৷
“পুলিশ তৎক্ষণাৎ সেখানে গিয়ে তাদের ছত্রভঙ্গ করতে শর্টগান থেকে গুলি ছোঁড়ে। পরে পুলিশ ও স্থানীয়রা মিলে যানবাহন দু’টির আগুন নেভায়।
“ঘটনাস্থল থেকে পুলিশ চারজনকে আটক করে৷ তাদের মধ্যে দু’জনকে গুলিতে আহত অবস্থায় আটক করার পর তাদের প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে৷”
তাৎক্ষণিকভাবে আটকদের নাম প্রকাশ না করলেও তারা নিজেদের ছাত্রদলের সাবেক নেতা বলে পরিচয় দিয়েছে বলে জানান জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার আবির হোসেন৷
এদিকে সিদ্ধিরগঞ্জ এলাকায় সকালে টায়ার পুড়িয়ে মহাসড়ক অবরোধের চেষ্টার সময় সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক টিএইচ তোফাসহ তিনজনকে আটক করেছে পুলিশ৷
সিদ্ধিরগঞ্জ থানার ওসি গোলাম মোস্তফা জানান, বিএনপি টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে কয়েকটি গাড়ি ভাঙচুর করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তিনজনকে আটক করে।
জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার চাইলাউ মারমা বলেন, জেলার প্রতিটি গুরুত্বপূর্ণস্থানে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।
নাশকতামূলক কার্যক্রম এড়াতে সড়ক-মহাসড়কে র্যাব ও বিজিবি টহল দিচ্ছে বলেও জানান তিনি৷