মাদারীপুরের শিবচর উপজেলায় ইটবোঝাই ট্রলির সঙ্গে নছিমনের সংঘর্ষে এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন; আহত হয়েছেন আরও পাঁচ শ্রমিক।
রোববার সকাল ১১টার দিকে উপজেলার চরশ্যামাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে শিবচর থানার ওসি মো. আনোয়ার হোসেন জানিয়েছেন।
নিহত ২৫ বছর বয়সী শরীফ হোসেন চাঁপাইনবাবগঞ্চের শিবগঞ্জ উপজেলার ফজলুল হকের ছেলে।
ওসি আনোয়ার বলেন, “প্রতিদিনের মতো শরীফ ও তার সহকর্মীরা নছিমনে কর্মক্ষেত্রে যাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা ইটবোঝাই একটি ট্রলি ট্রাক সামনে থেকে নছিমনটিকে ধাক্কা দেয়।
“এতে ঘটনাস্থলেই শরীফ মারা যান। স্থানীয়রা আহত পাঁচজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। অবস্থা গুরুতর হওয়ায় চিকিৎসক তাদের ফরিদপুর দর হাসপাতাল ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।”
দুর্ঘটনাকবলিত নছিমন ও ট্রলিটি থানা হেফাজতে নেওয়া হয়েছে।
এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। ট্রলি মালিকের খোঁজ করা হচ্ছে বলে জানান ওসি।