ভোলায় ‘স্ত্রীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায়’ পুলিশ সদস্যকে কুপিয়ে জখম

নিজের পরিচয় দেওয়ার পরও দুর্বৃত্তরা তাকে কোপাতে থাকে বলে জানান এই পুলিশ সদস্য।

ভোলা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 Sept 2022, 06:27 PM
Updated : 23 Sept 2022, 06:27 PM

ভোলায় ‘স্ত্রীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায়’ পুলিশের এক কনস্টেবলকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা।

ভোলার এসপি মো. সাইফুল ইসলাম জানান, শুক্রবার বিকালে শহরের জেলা পরিষদের বকপাড়ে স্ত্রীকে নিয়ে ঘুরতে গিয়ে তিনি এ হামলার শিকার হন। তাকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কনস্টেবল এনামুল ব্যাপারী (২৪) ভোলা পুলিশ লাইন্সে কর্মরত আছেন। 

হামলায় জড়িতে সন্দেহে পুলিশ এক যুবককে আটক করেছে; বাকিদের ধরতে অভিযান চলছে বলে এসপি জানান। তবে আটক যুবকের নাম-পরিচয় জানাননি এসপি।

আহত পুলিশ সদস্যের স্ত্রী জানান, শুক্রবার বন্ধের দিন হওয়ায় শহরের জেলা পরিষদের বকপাড়ে তাকে নিয়ে বেড়াতে যান এনামুল। এ সময় আট থেকে ১০ জন দুর্বৃত্ত তাকে (পুলিশ সদস্যের স্ত্রী) উত্ত্যক্ত করে।

“এ নিয়ে দুর্বৃত্তদের সঙ্গে এনামুলের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে এনামুলকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। নিজেকে পুলিশ সদস্য পরিচয় দেওয়ার পরও তারা কোপাতে থাকে।”

তিনি জানান, এ সময় আশপাশের লোকজন এগিয়ে গেলে হামলাকারীরা চলে যায়। পরে অন্যদের সহযোগিতায় তিনি এনামুলকে ভোলা সদর হাসপাতালে নিয়ে যান।