ময়মনসিংহে পোড়া বসত ঘর থেকে অগ্নিদগ্ধ যুবকের লাশ উদ্ধার

পুড়ে ছাই হওয়া লাশের অংশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ময়মনসিংহ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 March 2023, 09:20 AM
Updated : 2 March 2023, 09:20 AM

ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলায় পুড়ে যাওয়া বসত ঘর থেকে এক যুবকের অগ্নিদগ্ধ লাশ উদ্ধার করা হয়েছে। 

বৃহষ্পতিবার ভোরে উপজেলার ভবানীপুর ইউনিয়নের উরফা গ্রামে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে সকালে খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করা হয় বলে ফুলবাড়িয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ফায়ার ফাইটার মো. ফেরদৌস মিয়া জানান। 

নিহত ২৫ বছরের যুবকের নাম সাইদুল ইসলাম।   

নিহতের চাচাতো ভাই সাইফুল ইসলাম রিপন বলেন, “রাত সাড়ে ৩টার দিকে একটি বিকট শব্দে আমাদের ঘুম ভাঙে। পরে উঠে দেখি সাইদুল যে ঘরে ঘুমিয়ে ছিল সেটি দাউ দাউ করে জ্বলছে। স্থানীয়দের নিয়ে আমরা আগুন নেভাতে সক্ষম হলেও সাইদুল পুড়ে ছাই হয়ে যায়।” 

সাইদুল কিছুটা মানসিক ভারসাম্যহীনও ছিল বলে জানান তার চাচাতো ভাই।   

ফায়ার ফাইটার ফেরদৌস মিয়া জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক গোলযোগ অথবা সিলিন্ডার বিস্ফোরণে এই অগ্নিকাণ্ড ঘটতে পারে। পরে সেই আগুন ঘরে ছড়িয়ে পড়লে অগ্নিদগ্ধ হয়ে যুবকটির মৃত্যু হয়। 

ফুলবাড়িয়া থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে থেকে পুড়ে ছাই হওয়া লাশের অংশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

তিনি  আরও বলেন, “কিভাবে তার মৃত্যু হয়েছে ময়নাতদন্ত শেষেই বলা যাবে। এ বিষয়ে কেউ মামলা করতে চাইলে আমরা মামলা নেব।”