একদিন আগে কারাফটকে দাঁড়িয়ে পরিবারের লোকজন তার সঙ্গে দেখা সাক্ষাৎ করেছে; সেই সময় তাকে অসুস্থ মনে হয়নি বলে স্বজনের ভাষ্য।
Published : 05 Sep 2022, 12:47 AM
মেহেরপুর কারাগারে জেলা স্বেচ্ছাসেবক দল সভাপতি তোফায়েল আহমেদ মারা গেছেন।
রোববার রাত ৮টার দিকে তিনি কারাগারে অসুস্থ হন; হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।
জেলা কারাগার কর্তৃপক্ষ জানিয়েছে, সন্ধ্যার পর তোফায়েল আহমেদ অসুস্থ হলে তাকে চিকিৎসার জন্য মেহেরপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তোফায়েলের বাবা ইউনুস আলী জানান, কারাগারে তার সন্তান তোফায়েল আহমেদের মৃত্যু হয়েছে সন্ধ্যায়। অথচ পরিবারকে সেই মৃত্যু সংবাদ দেওয়া হয়েছে রাত সাড়ে ১০টায়।
তিনি জানান, তার ছেলের হালকা ডায়বেটিস ছিল। অন্য কোনো রোগ ছিল না। প্রায় দুই মাস আগে পুলিশ বাড়ি থেকে গ্রেপ্তার করে।
“শনিবার সকালে জেলা কারাগারে ফটকে দাঁড়িয়ে পরিবারের লোকজন তার সঙ্গে দেখা সাক্ষাৎ করে এসেছে। সেই সময় তাকে অসুস্থ মনে হয়নি।”
মেহেরপুর জেলা বিএনপির সহসভাপতি জাহাঙ্গীর বিশ্বাস বলেন, স্বেচ্ছাসেবক দলের নেতা কারা অভ্যন্তরে অসুস্থ হলো। তাকে হাসপাতালে নেওয়া হলো। অথচ কারা কর্তৃপক্ষ তার পরিবারকে কিংবা দলের নেতৃবৃন্দকে জানায়নি। মৃত্যুর ২-৩ ঘণ্টা পর পরিবারকে তার মৃত্যু সংবাদ জানানো হয়েছে।
মেহেরপুর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মাহবুবুল হাসান মেহেদী বলেন, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কারাগার কর্তৃপক্ষ তাকে এনেছিল চিকিৎসার জন্য। কিন্তু হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়েছে। তাই তাকে চিকিৎসা দেওয়া সম্ভব হয়নি।
তোফায়েলের বাড়ি মেহেরপুর সদর উপজেলার উজলপুর গ্রামের কুঠিপাড়ায়।