ফেইসবুক লাইভে প্রধানমন্ত্রীকে ‘কটূক্তি’, মেহেরপুরে যুবক গ্রেপ্তার

লাইভটি ওইদিনই ভাইরাল হয়ে পড়লে তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়।

মেহেরপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 August 2022, 05:55 PM
Updated : 11 August 2022, 05:55 PM

তেলের মূল্যে বৃদ্ধির কারণে ফেইসবুক লাইভে প্রধানমন্ত্রীকে কটূক্তির অভিযোগে করা মামলায় মেহেরপুরের গাংনীতে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার সকালে পুলিশ তাকে গ্রেপ্তার করে বলে গাংনী থানার পরিদর্শক আব্দুর রাজ্জাক জানান।

গ্রেপ্তার আবু তালেব গাংনীর গাড়াবাড়িয়া গ্রামের হারুন অর রশিদের ছেলে।

মামলার বরাতে ওসি আব্দুর রাজ্জাক বলেন, আবু তালেব তার বাড়িতে বসে নিজের মোবাইল ফোন থেকে ফেইসবুক লাইভ করেন। লাইভে তেলের মূল্য বৃদ্ধির জন্য প্রধামন্ত্রীকে দায়ী করে তিনি ‘কটূক্তি’ করেন।

“এ সময় তার পাশ থেকে একজন নিষেধ করার পরও দিনি থামেননি। ওই ভিডিও ওইদিনই ভাইরাল হয় এবং তার বিরুদ্ধে মামলা হয়।”

ওসি আব্দুর রাজ্জাক জানান, ৮ অগাস্ট গাংনী উত্তরপাড়ার আবুল খায়েরের ছেলে শেখ আসাদুজ্জামান বাদী হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলাটি দায়ের করেন। এরপর থেকে আবু তালেব পলাতক ছিলেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আশিকুর রহমান জানান, আসামি আবু তালেবকে গ্রেপ্তার করে থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাকে মেহেরপুর আদালতে সোপর্দ করা হবে।