বরিশালে স্টিলের আলমারিতে ছিল ৬৪ কেজি গাঁজা, গ্রেপ্তার ২

পিকআপে করে আনা স্টিল আলমারিতে লুকানো ছিল গাঁজার প্যাকেট।

বরিশাল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 Feb 2023, 07:22 AM
Updated : 25 Feb 2023, 07:22 AM

বরিশাল নগরী থেকে স্টিল আলমারিতে লুকিয়ে রাখা ৬৪ কেজি গাঁজাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। 

শুক্রবার রাত ৯টার দিকে নগরীর ১৪ নম্বর ওয়ার্ড সিএন্ডবি রোড থেকে তাদের আটক করা হয় বলে অধিদপ্তরের বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের সহকারী পরিচালক মো. এনায়েত হোসেন জানিয়েছেন। 

আটকরা হলেন, কুমিল্লা জেলার মুরাদনগর থানাধীন পাচকিত্তা ইউনিয়নের মো. গিয়াস উদ্দিন (৩০) ও মুরাদনগর পৌরসভার মধ্যমপাড়া এলাকার মো. শাকিল মিয়া।

এনায়েত হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযানের সময় একটি স্টিল আলমারি বোঝাই পিকআপকে ধাওয়া করে সিএন্ডবি রোডের মাদক নিরাময় কেন্দ্র সেইভ দ্যা লাইফের সামনে থামানো হয়।

এ সময় গাড়িটিতে তল্লাশি চালানো হলে স্টিল আলমারির তলায় বিশেষ খোপে লুকিয়ে রাখা ৬৪ কেজি গাঁজা পাওয়া যায়। পরে গাড়িটির চালকসহ দুইজনকে আটক করা হয়। 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, কুমিল্লা থেকে মাদকের এ বিশাল চালানটি নিয়ে বরিশালে এসেছিলো তারা। তাদের জিজ্ঞাসাবাদের যাদের নাম জানা যাবে তাদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। 

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কোতোয়ালী মডেল থানায় মামলা করা হয়েছে বলেও জানান এই গোয়েন্দা কর্মকর্তা।