আইনজীবী বলেন, ২০১৯ সালে পাওনা টাকা চাওয়ায় দোকানদান রুবেলকে পিটিয়ে হত্যা করা হয়।
Published : 21 Nov 2023, 07:25 PM
বাগেরহাটের চিতলমারী উপজেলায় দোকানদারকে পিটিয়ে হত্যার দায়ে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
বাগেরহাটের জেলা ও দায়রা জজ মো. রবিউল ইসলাম মঙ্গলবার আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।
দণ্ডিত রাজু ফকির (২৫) ওই উপজেলার খিলিগাতি গ্রামের বাসিন্দা।
যাবজ্জীবন পাশাপাশি তাকে ১০ হাজার টাকা জরিমানা; অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেওয়া হয় রায়ে।
অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালত নয়জনকে খালাস দিয়েছে বলে রাষ্ট্রপক্ষের আইনজীবী মোহম্মদ আলী ।
মামলার নথির বরাত দিয়ে আইনজীবী মোহম্মদ আলী বলেন, ওই উপজেলার খিলিগাতি বাজারে দুই ভাই রবিউল হাওলাদার ও রুবেল হাওলাদার মাছের খাবারের দোকান পরিচালনা করত।
স্থানীয় খিলিগাতি গ্রামের রেজাউল ফকির নামে এক ব্যক্তিকে ১৮ হাজার ৯৬০ টাকার মাছের খাবার বাকিতে বিক্রি করে তারা।
২০১৯ সালের ২ মে রাতে রেজাউল দোকানে আসলে তার কাছে পাওনা টাকা চান দোকানদার রুবেল । পাওনা টাকা চাওয়ায় রেজাউলের সঙ্গে দুই ভাইয়ের কথাকাটাকাটি হয়।
তিনি আরও বলেন, এ সময়ে রেজাউলের সঙ্গে থাকা তার ছেলে রাজু ফকির ও কয়েকন মিলে ক্রিকেট খেলার ষ্টাম্প দিয়ে রুবেলকে এলোপাথাড়ি পিটিয়ে আহত করে।
পরে তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এই ঘটনায় ওইদিনই নিহতের মা শিরিনা বেগম বাদী হয়ে নয়জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও তিন/চারজনকে আসামি করে চিতলমারী থানায় হত্যা মামলা করেন।
বাদী পক্ষের আবেদনে মামলাটি জেলা গোয়েন্দা পুলিশে (ডিবি) হস্তান্তর করা হয়। এরপর ডিবির পরিদর্শক মো. রেজাউল করিম তদন্ত শেষে ওই বছরের ২৭ অগাস্ট ১০ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেন।
১৭ জনের সাক্ষ্যগ্রহণ শেষে মঙ্গলবার আদালত একমাত্র রাজু ফকিরকে দোষী সাব্যস্ত করে রায় দিল বলে জানান রাষ্ট্রপক্ষের এই আইনজীবী।