খেলা করার কোনো একসময় সবার অগোচরে ভাই-বোন পুকুরের পানিতে পড়ে যায় বলে ধারণা করা হচ্ছে।
Published : 22 Oct 2023, 03:38 PM
নাটোরের বড়াইগ্রাম উপজেলায় পুকুরের পানিতে ডুবে দুই বছর বয়সী দু’ শিশুর মৃত্যু হয়েছে। যারা সম্পর্কে মামাতো ফুফাতো ভাই-বোন।
রোববার সকাল সাড়ে ১০টার দিকে জোনাইল ইউনিয়নের চৌমুহান গ্রামে এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন বড়াইগ্রাম থানার ওসি আবু সিদ্দিক।
নিহত শিশু আনাফ হোসেন ওই গ্রামের সোহেল হোসেনের ছেলে এবং হুমাইরা খাতুন পাবনার ফরিদপুরের থানাপাড়া এলাকার একরামুল ইসলাম নয়নের মেয়ে। হুমাইরা তার মা পিংকি বেগমের সঙ্গে নানা বাড়িতে বেড়াতে এসেছিল।
স্বজনদের বরাতে আবু সিদ্দিক জানান, সকালে দুই শিশু বাড়ির পাশে খেলা করছিল। দীর্ঘ সময় তাদের কোনো সাড়া-শব্দ না পেয়ে পিংকি বেগম বাহিরে এসে মেয়ের খোঁজ করেন। মেয়েকে খুঁজে না পেয়ে তিনি চিৎকার দিলে প্রতিবেশীসহ পরিবারের সদস্যরা বেরিয়ে আসে এবং আনাফকেও খুঁজে পাওয়া যাচ্ছে না বলে জানায়।
খোঁজাখুঁজির এক পর্যায়ে বাড়ির পাশের একটি পুকুরে শিশু দু’টিকে ভাসতে দেখা যায়। তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
দুই ভাই-বোন খেলা করার কোনো একসময় সবার অগোচরে পুকুরের পানিতে পড়ে যায় ধারণা করা হচ্ছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।