কাপ্তাইয়ে দুই পক্ষের ‘গোলাগুলিতে’ একজন নিহত

পুলিশ বলছে, জেএসএস (সন্তু লারমা) এবং এমএনপি’র মধ্যে গোলাগুলিতে সম্রাট নিহত হয়।

রাঙামাটি প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 Jan 2023, 04:36 AM
Updated : 26 Jan 2023, 04:36 AM

রাঙামাটির কাপ্তাই উপজেলায় দুই আঞ্চলিক দলের মধ্যে গোলাগুলির ঘটনায় একজন নিহত হওয়ার খবর জানিয়েছে পুলিশ।

চন্দ্রঘোনা থানার ওসি ইকবাল বাহার চৌধুরী জানান, উপজেলার রাইখালী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের গংগ্রিছড়া এলাকায় বুধবার বিকাল থেকে সন্ধ্যার পর পর্যন্ত ওই গোলাগুলির ঘটনা ঘটে।

নিহতের নাম সম্রাট এবং তার বয়স ৩২ বছর বলে পুলিশ জানালেও তার রাজনৈতিক পরিচয় নিশ্চিত করতে পারেনি।

ওসি বলছেন, গংগ্রিছড়া এলাকায় জেএসএস (সন্তু লারমা) এবং এমএনপি’র (স্থানীয়ভাবে মগ পার্টি নামে পরিচিত) মধ্যে গোলাগুলিতে সম্রাট নিহত হয়। খবর পেয়ে সেনাবাহিনী এবং পুলিশের যৌথ টহল দল ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে রাত ১০টা ৪৫ মিনিটে থানায় নিয়ে যায়।

লাশটি আপাতত পুলিশের হেফাজতে রাখা হয়েছে বলে জানান ইকবাল।

কাপ্তাই উপজেলার রাইখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মংক্য মারমা জানান, ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্যের কাছে গংগ্রিছড়া এলাকায় দুই পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা তিনি জানতে পারেন।

তবে কোন কোন দলের মধ্যে সংঘর্ষ হয়েছে তা নিশ্চিত করতে পারেননি এই জনপ্রতিনিধি।