আওয়ামী লীগ নেতাদের অভিযোগ- স্বতন্ত্র প্রার্থী শাহজাহান ভূঁইয়ার সমর্থক মোশারফ হোসেনের নেতৃত্বে ‘মোশা বাহিনী’ এ আগুন দিয়েছে৷
Published : 30 Dec 2023, 11:48 AM
নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে নৌকা মার্কার প্রার্থীর নির্বাচনি ক্যাম্পে হামলা চালিয়ে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।
শুক্রবার সন্ধ্যায় রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের পূর্ব নাওরা এলাকায় আওয়ামী লীগের প্রার্থী বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজীর নির্বাচনি ক্যাম্পে এই আগুন দেওয়া হয় বলে জানিয়েছেন নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার আবির হোসেন।
আওয়ামী লীগ নেতাদের অভিযোগ- দ্বাদশ জাতীয় সংসদে এই আসনের স্বতন্ত্র প্রার্থী শাহজাহান ভূঁইয়ার সমর্থক মোশারফ হোসেনের নেতৃত্বে ‘মোশা বাহিনী’ এ আগুন দিয়েছে৷
কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল আওয়াল বলেন, “শুক্রবার দিনভর স্বতন্ত্র প্রার্থী শাহজাহান ভূঁইয়া কায়েতপাড়ার বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন। গণসংযোগ শেষে তার অনুসারী কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য মোশাররফ হোসেন দলবলসহ ক্যাম্পে হামলা চালিয়ে আগুন দেন।”
স্থানীয়রা জানান, মোশাররফ হোসেন এবারের নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও তিনবারের উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহজাহান ভূঁইয়ার হয়ে প্রচার চালাচ্ছেন।
শুক্রবারও শাহজাহান ভূঁইয়ার সঙ্গে কায়েতপাড়ার চনপাড়াসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ শেষে রাতে নাওরা এলাকায় আসেন তিনি। এ সময় এলাকার লোকজন দোকানপাট বন্ধ করে চলে যান। এ কারণে ক্ষুব্ধ হয়ে মোশাররফ দলবল নিয়ে এসে ক্যাম্পে হামলা চালিয়ে সেখানে রাখা নৌকার পোস্টারে আগুন ধরিয়ে দেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, এলাকায় হৈচৈ শুনে বাসা থেকে বেরিয়ে এসে দেখেন নৌকার ক্যাম্পে আগুন৷ এ সময় নৌকা ও স্বতন্ত্র প্রার্থীর লোকজনের মধ্যে ধস্তাধস্তি করতেও দেখেন তারা৷
রূপগঞ্জ থানার সূত্রে জানা যায়, মোশাররফ হোসেন পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী। তার বিরুদ্ধে হত্যা, ধর্ষণসহ ৪০টিরও বেশি মামলা রয়েছে। রূপগঞ্জে তার নেতৃত্বে ‘মোশা বাহিনী’ নামে একটি সন্ত্রাসী বাহিনীও সক্রিয়৷
কয়েক মাস আগে পুলিশের উপর হামলা চালিয়ে আলোচনায় আসার পর ব়্যাবের হাতে গ্রেপ্তার হন মোশারফ৷ সম্প্রতি তিনি জামিনে মুক্তি পেয়েছেন।
তবে আগুন দেওয়ার ঘটনায় জড়িত নন দাবি করে মোবাইলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে মোশাররফ হোসেন বলেন, “আমি স্বতন্ত্র প্রার্থী শাহজাহান ভূঁইয়ার পক্ষে নির্বাচনি প্রচার চালাচ্ছি। কিন্তু নৌকার ক্যাম্পে আগুনের ঘটনায় আমার বা আমার অনুসারীদের কোনো সম্পৃক্ততা নাই।“
এ বিষয়ে কথা বলতে স্বতন্ত্র প্রার্থী শাহজাহান ভূঁইয়ার মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি ধরেননি।
নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার আবির হোসেন বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছিল, লোকজনের সঙ্গে কথা বলেছে। আমরা ঘটনার তদন্ত করে বিস্তারিত বলতে পারব। পরিস্থিতি নিয়ন্ত্রণে ওই এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।”
আরও পড়ুন-
রূপগঞ্জ-সোনারগাঁয়ে ভোটারদের নিয়ে গণভোজ, জরিমানা
নারায়ণগঞ্জ-১: চনপাড়ায় স্বতন্ত্র প্রার্থীর প্রচারে ‘বাধা’, গ্রেপ্তার ৬
‘ভূমিদস্যুরা’ পুতুল এমপি বানিয়ে রূপগঞ্জ দখল করতে চায়: গোলাম দস্তগীর
রূপগঞ্জের সেই ছাত্রলীগ নেতাকে খুঁজছে পুলিশ: এসপি
নির্বাচন সুষ্ঠু করতে ‘নিজস্ব বাহিনী’ নিয়ন্ত্রণ করতে হবে: তৈমুর