পুলিশ জানায়, এ ব্যাপারে বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে।
Published : 18 Feb 2024, 08:43 AM
নেত্রকোণার পূর্বধলা উপজেলায় শতাধিক ভারতীয় মদের বোতলসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশের গোয়েন্দা শাখা-ডিবি।
বুধবার দুপুরে উপজেলার ইলাশপুর চৌরাস্তা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোহাম্মদ লুৎফর রহমান জানান।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- দুর্গাপুর উপজেলার চন্ডীগড় গ্রামের মাহফুজুল ইসলাম (২২) এবং পূর্বধলা উপজেলার নারায়ণডহর গ্রামের বোরহান উদ্দিন (৩৮)।
পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিরা ১১০ বোতল ভারতীয় মদ বস্তায় ভরে একটি ট্রলি দিয়ে নিয়ে যাচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়েছে। এ ব্যাপারে বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে।
[প্রতিবেদনটি প্রথম প্রকাশিত হয়েছিল ০৪ অক্টোবর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক]