পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তির ২৫ বছর উপলক্ষে সমাবেশে নেতারা এ কথা বলেন।
Published : 02 Dec 2022, 02:36 PM
পাহাড়ে অশান্তির মূল কারণ ভূমি সমস্যা, এই সমস্যার সমাধান হলেই পাহাড়ি-বাঙালি উভয়েই সেখানে শান্তিতে বসবাস করতে পারবে বলে মনে করেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি-জেএসএস নেতারা।
পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তির ২৫ বছর উপলক্ষে শুক্রবার খাগড়াছড়ির মহালছড়ির করল্যাছড়ি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক সমাবেশে নেতারা এই দাবি জানান।
কালক্ষেপণ না করে অনতিবিলম্বে শান্তি চুক্তির পূর্ণ বাস্তবায়নে রোডম্যাপ ঘোষণার দাবি জানিয়ে জেএসএসের সাধারণ সম্পাদক বিমল কান্তি চাকমা বলেন, “চুক্তির মৌলিক বিষয়গুলো সমাধান করতে হবে। চাইলেই পাহাড়ের শান্তি আসবে না।”
“অশান্তির মূল কারণ ভূমি সমস্যার এখনও সমাধান হয়নি। ভূমি সমস্যার নিরসন হলে পাহাড়ি-বাঙালি উভয়ই শান্তিতে বসবাস করতে পারবে। পার্বত্য চট্টগ্রামের রীতি-প্রথা অনুযায়ী যদি ভূমি সমস্যার সমাধান করা যায় তাহলে সংকট নিরসন হবে। ভূমি সমস্যার স্থায়ী সমাধান হলে পাহাড়ে শান্তি প্রতিষ্ঠিত হবে।“
প্রতিবাদের সঙ্গেই শান্তি চুক্তির বার্ষিকী উদযাপন করা হচ্ছে উল্লেখ করে জেএসএসের আইন বিষয়ক সম্পাদক সুদর্শন চাকমা বলেন, “আমাদের বক্তব্য হচ্ছে, চুক্তির যথাযথ বাস্তবায়ন করতে হবে। ২৫ বছর ধরে সরকার পার্বত্য শান্তি চুক্তি অবাস্তবায়িত অবস্থায় ফেলে রেখেছে।“
“এটা অত্যন্ত দুঃখজনক। পার্বত্য চট্টগ্রামের স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করতে হলে চুক্তি বাস্তবায়নের কোনো বিকল্প নেই। প্রধানমন্ত্রী এবং সরকারের কাছে আমাদের অনুরোধ এই চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়ন করা হোক।”
জেএসএসের তথ্য ও প্রচার সম্পাদক সুধাকর ত্রিপুরা তিন পার্বত্য জেলা পরিষদে নির্বাচন না হওয়ায় ক্ষোভ প্রকাশ করে বলেন, “জেলা পরিষদগুলো দুর্নীতিগ্রস্ত প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। সেখানে চাকরি পেতে হলে টাকার প্রয়োজন। টাকা না থাকলে জেলা পরিষদে কোনো চাকরি হয় না।”
সমাবেশে আরও বক্তব্য দেন জেএসএসের সাংগঠনিক সম্পাদক প্রণব চাকমা, পাহাড়ি ছাত্র পরিষদের সভাপতি সুজন চাকমা, যুব সমিতির সভাপতি জ্ঞান চাকমা, জেএসএস খাগড়াছড়ি জেলা কমিটির সহসভাপতি প্রীতি খীসা, রাঙামাটি জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক সুরেশ কান্তি চাকমা, উপজাতীয় ঠিকাদার সমিতির সভাপতি রবি শংকর চাকমা, গণতান্ত্রিক ইউপিডিএফের ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক অমল চাকমা।
সমাবেশে জেলার বিভিন্ন উপজেলা থেকে দলীয় নেতাকর্মীরা যোগ দেয়।
এ ছাড়া নানা আয়োজনে শান্তি চুক্তির ২৫ বছর উদযাপন করেছে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ। এ উপলক্ষে সকালে বর্ণিল শোভাযাত্রা বের করে খাগড়াছড়ি রিজিয়ন ও জেলা পরিষদ। শহরের বিভিন্ন সড়ক ঘুরে শোভাযাত্রা টাউন হল প্রাঙ্গণে এসে শেষ হয়। সেখানে বিভিন্ন নৃ-গোষ্ঠীর শিল্পীরা নৃত্য পরিবেশন করেন।
সেখানে আয়োজিত সভায় বক্তব্য দেন খাগড়াছড়ির সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা, খাগড়াছড়ির রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল বাতেন, খাগড়াছড়ির পুলিশ সুপার নাইমুল হক। এতে সভাপতিত্ব করেন খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু।