রোববার বেলা ১১টায় জেলা আওয়ামী লীগ কার্যালয়ে হাকিম হাওলাদারের মরদেহ সর্বস্তরের নেতাকর্মীদের শ্রদ্ধা জানানো জন্য রাখা হবে।
Published : 17 Dec 2022, 10:30 PM
পিরোজপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এম এ হাকিম হাওলাদার আর নেই।
শনিবার রাত ৮টা ২২ মিনিটে খুলনার সিটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন বলে জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ এ কে এম এ আউয়াল জানান।
আওয়ামী লীগ নেতা হাকিম হাওলাদারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি তার আত্মার মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
হাকিম হাওলাদারের বয়স হয়েছিল ৭৬ বছর। তিনি স্ত্রী ও দুই কন্যা রেখে গেছেন।
জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে জানানো হয়েছে, রোববার বেলা ১১টায় জেলা আওয়ামী লীগ কার্যালয়ে হাকিম হাওলাদারের মরদেহ সর্বস্তরের নেতাকর্মীদের শ্রদ্ধা জানানো জন্য রাখা হবে।
এরপর শহরের পুরাতন ঈদগাহ মাঠে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। পরে ভাণ্ডারিয়া উপজেলার গৌরীপুর এলাকায় বাবা-মার কবরের পাশে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হবে এই আওয়ামী লীগ নেতাকে।
হাকিম হাওলাদারের মৃত্যুতে আরও শোক প্রকাশ করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ. ম. রেজাউল করিম, জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা এ কে এম এ আউয়াল, জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি পৌর মেয়র মো. হাবিবুর রহমান মালেক, জেলা পরিষদের চেয়ারম্যান সালমা রহমান হ্যাপী, জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদ চেয়াম্যান মজিবুর রহমান খালেক, যুবলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য মসিউর রহমান মহারাজ।