ইমামতির ৫০ বছর, পেলেন রাজসিক বিদায় সংবর্ধনা

৭৫ বছর বয়সি মাওলানা আব্দুর রবের বাড়ি কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার ডুমিরিয়া গ্রামে।

কুমিল্লা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 Nov 2023, 04:20 PM
Updated : 18 Nov 2023, 04:20 PM

দীর্ঘ অর্ধশতাব্দী মসজিদে ইমামতির অধ্যায় শেষে রাজসিক বিদায় সংবর্ধনা পেলেন মাওলানা আব্দুর রব।

৭৫ বছর বয়সি আব্দুর রবের বাড়ি কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার ডুমিরিয়া গ্রামে।

মনোহরগঞ্জ বাজারে অবস্থিত কেন্দ্রীয় জামে মসজিদে গত শুক্রবার সবশেষ জুমার নামাজ পড়িয়ে ইমামতি জীবনের ইতি টানেন তিনি।

মাওলানা আব্দুর রবের ইমামতি জীবনের শেষদিনে তাকে দেওয়া হয় রাজসিক সংবর্ধনা।

প্রিয় ইমামের প্রতি শ্রদ্ধা, সম্মান জানাতে মনোহরগঞ্জ বাজারস্থ বিভিন্ন সড়কে করা হয় তোরণ নির্মাণ, মসজিদ ও বাজার এলাকায় আলোকসজ্জাসহ মুসল্লিদের উদ্যোগে হয় নানা আয়োজন।

বিদায়ের দুদিন আগেই মসজিদসহ আশপাশের এলাকায় হয় আলোকসজ্জায়।

পুরো আয়োজনটি করেন মসজিদের মুসল্লি কমিটি। বাজারের ব্যবসায়ীরাও তাকে সংবর্ধনা জানাতে নানা উদ্যোগ নেন।

আয়োজক ও স্থানীয়রা জানান, ১৯৭৩ সালে মাত্র ২৫ বছর বয়সে মনোহরগঞ্জ বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমামতির দায়িত্ব নেন আব্দুর রব।

ইমামতির শুরুতে তিনি সম্মানী পেতেন ৪০ টাকা আর সবশেষ তিনি মাসিক সম্মানী পেতেন ২০ হাজার টাকা।

মাওলানা আব্দুর রব বর্তমানের নান্দনিক মসজিদটি নির্মাণে নানা সময় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

দলমত নির্বিশেষে তিনি এলাকায় সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব।

এদিকে, শুক্রবার প্রিয় ইমামকে বিদায় জানাতে প্রতিকূল আবহাওয়ায় ঝড়বৃষ্টি উপেক্ষা করে শত শত মুসল্লি সংবর্ধনায় সমবেত হন।

অনুষ্ঠানে ক্রেস্ট, নগদ ৫ লাখ টাকার চেকসহ নানা উপহার তুলে দেওয়া হয় মাওলানা আব্দুল রবের হাতে।

সংবর্ধনায় মুসল্লিদের ফুলেল শুভেচ্ছায় সিক্ত হন মাওলানা আব্দুর রব।

এছাড়া ওই ইমামের বিদায় উপলক্ষে আশপাশের বিভিন্ন এলাকার মসজিদের অন্তত ৩০ জন ইমামকে দেওয়া হয়েছে বিশেষ সম্মাননা উপহার।

এ উপলক্ষে বাদ জুমা মসজিদ মিলনায়তনে আলোচনা সভায় হয়। এতে সভাপতিত্ব করেন মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মাজহারুল ইসলাম।

এতে বক্তব্য দেন মুসুল্লি কমিটির আহ্বায়ক শাহ আলম, বাজার পরিচালনা কমিটির পক্ষে কামাল হোসেন, মসজিদের মুসল্লি অধ্যক্ষ আব্দুল মতিন, ইঞ্জিনিয়ার মনোয়ার হোসেন মিলন, এ এসএম মাহবুবুর রহমান হেলাল, কাজী মিজানুর রহমান, মোক্তার হোসেন সুমন, ডা. জসিম উদ্দিন, সার্ভেয়ার মনিরুজ্জামান।

অনুষ্ঠানে বক্তারা বলেন, এই এলাকার গুণিজনদের সবসময় সম্মান দেওয়ার চেষ্টা করা হয়।

এদিকে, এমন সংবর্ধনায় আপ্লুত মাওলানা আব্দুর রব সবার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

তিনি বলেন, “আল্লাহর সন্তুষ্টির জন্য সব সময় সততার সঙ্গে দায়িত্ব ও কর্তব্য পালনের চেষ্টা করেছি। কখনো ভাবিনি, আমার বিদায়টা এত সম্মানের হবে। আমি এমন উদ্যোগের জন্য মসজিদের মুসল্লি, এলাকার ছাত্র-যুব সমাজ, বাজারের ব্যবসায়ীসহ সর্বস্তরের মানুষের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সত্য বলতে আমি আবেগাপ্লুত। আমি সবার জন্য দোয়া করি। আপনারাও আমার জন্য দোয়া করবেন।”

পারিবারিক জীবনে স্ত্রী ছাড়াও সাত ছেলে ও পাঁচ মেয়ের জনক মাওলানা আব্দুর রবকে শেষে সুসজ্জিত ঘোড়ার গাড়িতে করে বাড়ি পৌঁছে দেওয়া হয়।

উপজেলা সদরের মনোহরগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় ও কলেজের সাবেক ধর্মীয় শিক্ষক আব্দুর রব। ৪২ বছরের শিক্ষকতা শেষে সেখান থেকেও এরই মধ্যে অবসরে গেছেন তিনি।