ফেনীতে তৃণমূল বিএনপি প্রার্থীর নির্বাচনি কার্যালয় ভাঙচুর, থানায় অভিযোগ

এ ঘটনায় দাগনভূয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন প্রার্থী নিজেই।

ফেনী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 Jan 2024, 03:28 PM
Updated : 6 Jan 2024, 03:28 PM

ফেনী-৩ আসনে তৃণমূল বিএনপির প্রার্থী আজিম উদ্দিন আহমেদের নির্বাচনি অফিস ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে।

শনিবার ভোরে দাগনভূঞা উপজেলার রামনগর ইউনিয়নের সেকান্দর পুর গ্রামে তৃণমূল বিএনপির প্রার্থী আজিম উদ্দিন আহমেদের বাড়ির পাশে নির্বাচনি কার্যালয়ে এ হামলা বলে আজিম নিজেই জানিয়েছেন।

এ ঘটনায় অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে দাগনভূয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন বলে সোনালী আঁশ প্রতীকের এ প্রার্থী জানিয়েছেন।

আজিম উদ্দিন বলেন, “হঠাৎ দুটি ফাঁকাগুলির শব্দে এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়। পরে দুর্বৃত্তরা নির্বাচনি কার্যালয়ের চেয়ার টেবিল ভাঙচুর ও ব্যানার ফেস্টুন ছিঁড়ে ফেলে।”

নির্বাচনে একটি পক্ষ প্রভাব বিস্তার করতে পরিকল্পিতভাবে এ হামলার ঘটনা ঘটিয়েছে অভিযোগ করে তিনি আরও বলেন, “নির্বাচন নিয়ে ভোটাররা আতঙ্কে আছেন। তাদের কেন্দ্রে যাওয়ার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর সার্বিক নিরাপত্তা প্রযোজন।”

ঘটনাস্থল পরিদর্শন করে হামলার সত্যতা পাওয়া গেছে জানিয়ে দাগনভূঞা থানার ওসি মো. আবুল হাশিম বলেন, “পুলিশ ঘটনাস্থলে গেলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। এতে জড়িতদের চিহ্নিত করে আইনের আওয়াত আনা হবে।”