নরসিংদীর পলাশ উপজেলায় একটি বিদেশি রিভলবার ও গুলিসহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
উপজেলার ঘোড়াশাল পৌরসভার দীগদা এলাকার একটি মাছের প্রকল্প থেকে বুধবার বিকালে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান পলাশ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) এমদাদুল হক।
গ্রেপ্তার রতন বর্মণ নরসিংদী সদর উপজেলার বীরপুর মহল্লা বাসিন্দা।
পুলিশ পরিদর্শক এমদাদুল হক বলেন, “ওই মাছের প্রজেক্টের সামনে সন্দেহজনক দুই যুবককে তল্লাশি করার সময় তারা দৌড়ে পালানোর চেষ্টা করেন। পরে পুলিশ রতন বর্মণকে আটক করে।
“এ সময় তার দেহ তল্লাশি করে একটি বিদেশি রিভলবার ও পাঁচটি গুলি জব্দ করা হয়।”
তিনি আরও বলেন, “এ সময় ওই প্রজেক্টে থাকা চরসিন্দুর ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ড সদস্য আলমগীর গাজীকে থানায় নিয়ে যায় পুলিশ। জিজ্ঞাসাবাদ শেষে রাতে তাকে ছেড়ে দেওয়া হয়।”
পরে রতনের নামে থানা মামলা দিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয় বলে জানান এই পুলিশ কর্মকর্তা।