বাঘটির দৈর্ঘ্য লেজসহ নয় ফুট এবং উচ্চতা চার ফুট ৬ ইঞ্চি; ওজন ২৫৫ কেজি।
Published : 13 Feb 2024, 04:17 PM
সুন্দরবনের শরণখোলা রেঞ্জের গহীন থেকে একটি মৃত বাঘ উদ্ধার করেছে বনবিভাগ।
সুন্দরবন পূর্ব বিভাগের কচিখালী অভয়ারণ্যের টাইগার পয়েন্টের খালের পাশের বন থেকে সোমবার বাঘের মৃতদেহটি উদ্ধার করা হয় বলে শেখ মাহবুব হাসান জানান।
সুন্দরবন পূর্ব বিভাগের শরণখোলা রেঞ্জের এই সহকারী বন সংরক্ষক (এসিএফ) মঙ্গলবার বিকালে বলেন, বাঘটি পুরুষ। শরীরে আঘাতের কোনো চিহ্ন নেই। বয়স আনুমানিক ১৫ বছর। বাঘের দৈর্ঘ্য লেজসহ নয় ফুট এবং উচ্চতা চার ফুট ৬ ইঞ্চি। ওজন ২৫৫ কেজি।
“ধারণা করা হচ্ছে, বার্ধক্যজনিত কারণে বাঘটির মৃত্যু হতে পারে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে প্রাণিসম্পদ বিভাগের চিকিৎসকরা বাঘের মাথার মগজ, মাংসসহ শরীরের বিভিন্ন অংশের নমুনা সংগ্রহ করেছেন। এই নমুনা ফরেনসিক বিভাগে পাঠাবেন তারা।”
শেখ মাহবুব হাসান বলেন, বাঘটির মৃতদেহ চাঁদপাই রেঞ্জের করমজল বন্যপ্রাণি প্রজনন কেন্দ্রে সংরক্ষণ করার উদ্যোগ নিয়েছে বনবিভাগ।
বনবিভাগ জানায়, সোমবার কচিখালী ফরেস্ট স্টেশনের বনরক্ষীরা নিয়মিত টহল দেওয়ার সময় বাঘটিকে পড়ে থাকতে দেখেন। পর্যবেক্ষণের পর কাছে গিয়ে তারা বাঘটি মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন। তখন তারা মরদেহটি কচিখালী স্টেশন অফিসে নিয়ে আসেন।
এসিএফ মাহবুব হাসান বলেন, “ময়না তদন্ত প্রতিবেদন হাতে পেলে বাঘের মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।”