ঝিনাইদহে চারটি সোনার বারসহ আটক ১

উদ্ধার করা সোনার মূল্য ৩৪ লাখ ৫৮ হাজার টাকা বলে বিজিবি জানিয়েছে।

ঝিনাইদহ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 Jan 2023, 07:20 PM
Updated : 17 Jan 2023, 07:20 PM

ঝিনাইদহের মহেশপুরে চারটি সোনার বারসহ এক ব্যক্তি ধরা পড়েছেন, যাকে চোরাকারবারি বলছে বিজিবি। 

মঙ্গলবার বিকালে মহেশপুর উপজেলার পদ্মপুকুর এলাকায় এ অভিযান চালানো হয় বলে বিজিবি জানিয়েছে। 

আটক বায়েজিদ মিয়া উপজেলার বাঘাডাঙ্গা গ্রামের প্রয়াত নাসির উদ্দিনের ছেলে। 

ঝিনাইদহ বিজিবি-৫৮ ব্যাটালিয়ানের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মাসুদ পারভেজ রানা জানান, গোপন সংবাদে জানতে পারেন দত্তনগর হয়ে একটি ইজিবাইকযোগে সোনর চালান বাঘাডাঙ্গা সীমান্ত এলাকার দিকে যাবে। এরপর পদ্মপুকুর ডিগ্রি কলেজের কাছে অভিযান চালিয়ে বিজিবি একটি ইজিবাইক আটকে বায়েজিদ মিয়াকে আটক করে।

“পরে তার কাছ থেকে চারটি স্বর্ণের বার উদ্ধার করা হয়; যার ওজন ৪৬৬ গ্রাম। এর মূল্য ৩৪ লাখ ৫৮ হাজার টাকা।” 

এগুলো ভারতে নিয়ে যাওয়া হচ্ছিল বলেও জানান তিনি। 

আরও পড়ুন

Also Read: শার্শার সীমান্তে সাড়ে ৭ কেজি স্বর্ণসহ একজন আটক