কুড়িগ্রামে ‘পা পিছলে’ নদে পড়ে শিশু নিখোঁজ

বাড়ির পাশে ব্রহ্মপুত্রের শাখা নদের তীরে শিশুরা খেলাধুলা করছিল বলে প্রতিবেশীদের ভাষ্য।

কুড়িগ্রাম প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 August 2022, 01:56 PM
Updated : 15 August 2022, 01:56 PM

কুড়িগ্রামের উলিপুর উপজেলায় পা পিছলে নদে পড়ে এক শিশু নিখোঁজ হয়েছে।

নিখোঁজ ইতি খাতুন (১২) উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের ছয়ানীপাড়া গ্রামের এরশাদ আলীর মেয়ে।

সোমবার দুপুরে সে নিখোঁজ হয় বলে উলিপুর ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ সাইফুর রহমান জানান।

ইতির প্রতিবেশী জহুরুল, মকবুল ও ছামিনা বেগম জানান, বাড়ির পাশে ব্রহ্মপুত্রের শাখা নদের তীরে শিশুরা খেলাধুলা করছিল। নদের তীরে দৌড়াতে গিয়ে হঠাৎ পা পিছলে পড়ে যায় ইতি। অন্য শিশুরা চিৎকার করলে আশপাশের লোকজন এগিয়ে গেলেও তাকে আর খুঁজে পায়নি।

স্রোতে শিশুটি হারিয়ে গেলে উলিপুর ফায়ার সার্ভিস অ্যান্ড ডিফেন্সে খবর দেওয়া হয় বলে তারা জানান।

ফায়ার সার্ভিস কর্মকর্তা সাইফুর রহমান বলেন, খবর পেয়ে তাদের ছয়জনের একটি দল গিয়ে বিকেল ৩টা থেকে উদ্ধারের চেষ্টা চালায়।পরে রংপুর ফায়ার সার্ভিসের অভিজ্ঞ ডুবুরিদেরও খবর দেওয়া হয়।

তাছাড়া পুলিশের একটি দল সহযোগিতা করছে বলে জানান উলিপুর থানার ওসি মো. ইমতিয়াজ কবির।