‘রোহিঙ্গাদের হাতে’ অপহৃত ৪ কৃষককে মুক্তি দিতে ‘২৫ লাখ টাকা পণ দাবি’

“সকালে অপহৃত আব্দুর রহমানের মোবাইল থেকে তার বাবা গুরা মিয়ার কাছে কল আসে।”

কক্সবাজার প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 Jan 2023, 03:52 PM
Updated : 9 Jan 2023, 03:52 PM

কক্সবাজারের টেকনাফে অপহৃত চার কৃষককে দুই দিনেও উদ্ধার করা যায়নি। তবে তাদের উদ্ধারে অভিযান অব্যাহত রাখার কথা জানিয়েছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। 

অপহৃতদের পরিবারের বরাত দিয়ে স্থানীয় জনপ্রতিনিধি মুক্তিপণ বাবদ ২৫ লাখ টাকা চাওয়ার তথ্য জানালেও বিষয়টি অবগত নয় বলে জানিয়েছে পুলিশ।

শনিবার রাত ১০টার দিকে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের লেচুয়াপ্রাং এলাকার ক্ষেত থেকে চার কৃষককে রোহিঙ্গা দুষ্কৃতকারীরা অপহরণ করে নিয়ে যায় বলে অভিযোগ পরিবারের। 

তারা হলেন- হ্নীলা ইউনিয়নের বড় লেচুয়াপ্রাং এলাকার আব্দুস সালাম (৪৮), একই এলাকার আব্দুর রহমান (৩২), মুহিব ঊল্লাহ (১৫) এবং আব্দুল হাকিম (৪০)। 

সোমবার রাতে হ্নীলা ইউপি চেয়ারম্যান রাশেদ মোহাম্মদ আলী বলেন, “সকালে অপহৃত আব্দুর রহমানের ব্যক্তিগত মোবাইল ফোন নম্বর থেকে তার বাবা গুরা মিয়ার কাছে কল আসে। তারা চার কৃষককে ছেড়ে দিতে ২৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে।“

টেকনাফ থানার ওসি মো. আব্দুল হালিম বলেন, ভুক্তভোগী পরিবারের কেউ এখনও অভিযোগ দেননি। এ ব্যাপারে পুলিশ তৎপর রয়েছে।

তবে মুক্তিপণের বিষয়ে কিছু জানেন না বলে জানান ওসি।

আরও পড়ুন:

Also Read: আবার ৪ কৃষককে অপহরণের অভিযোগ ‘রোহিঙ্গা সন্ত্রাসীদের’ বিরুদ্ধে