মরদেহের ঘাড়ে ও কানে জখমের চিহ্নি রয়েছে বলে জানায় পুলিশ।
Published : 14 Apr 2023, 09:26 PM
মৌলভীবাজারের শ্রীমঙ্গল থেকে নিখোঁজের একদিন পর চতুর্থ শ্রেণির এক ছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার বিকালে উপজেলার সিন্দুরখান ইউনিয়েনের সাইটুলা গ্রামের ধান ক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয় বলে শ্রীমঙ্গল থানার ওসি জাহাঙ্গীর হোসেন সরদার জানান।
১০ বছরের বয়সি মাহিন ওই গ্রামের আবুল হোসের ছেলে এবং সাইটুলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র। নিহতের ঘাড়ে ও কানে জখমের চিহ্নি রয়েছে বলে জানায় পুলিশ।
পরিবারের বরাতে স্থানীয় ইউপি সদস্য মো. শাহজাহান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বৃহস্পতিবার রাত ৯টার পর থেকে মাহিনকে খুঁজে পাওয়া যাচ্ছিল না।
“অনেক খোঁজাখুঁজির পর তাকে না পেয়ে আজ সকালে থানায় মৌখিকভাবে জানায় মাহিনের পরিবার। বিকালে ধান ক্ষেতে তার মৃতদেহ পাওয়া যায়।”
ঘটনাস্থলে পুলিশ পাঠানোর কথা জানিয়ে ওসি জাহাঙ্গীর হোসেন সরদার জানান, মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে।
এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে আভিযান চলছে। এ ছাড়া মামলার প্রস্তুতিও চলছে বলে ওসি জাহাঙ্গীর জানান।