চিকিৎসক জানান, পরিবারের দেওয়া তথ্যের ভিত্তিতে প্রাথমিকভাবে হিটস্ট্রোক মনে হলেও তাৎক্ষণিকভাবে মৃত্যুর সঠিক কারণ নির্ণয় করা যায়নি।
Published : 21 Apr 2024, 05:31 PM
নরসিংদীর সদর উপজেলায় গরমে অজ্ঞান হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে; যিনি গরমের কারণে অসুস্থ হয়ে বা হিটস্ট্রোকে মারা গেছেন বলে চিকিৎসকের ধারণা।
রোববার দুপুর ১২টার দিকে মাধবদী থানার ভগীরথপুর গ্রামের এ ঘটনা ঘটে বলে নরসিংদী সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক মাহমুদুল কবির বাশার জানান।
মৃত সাফকাত জামিল ইবান (৩০) ওই গ্রামের মৃত জাকারিয়ার ছেলে। তিনি তৈরি পোশাকের ব্যবসা করতেন।
স্বজনরা জানান, সকালে নারায়ণগঞ্জে মামার বাড়ি থেকে বিয়ের অনুষ্ঠানে শেষে নিজ বাড়িতে ফিরেন ইবান। ফিরে আসার পর থেকে অসুস্থবোধ করেন তিনি। শারীরিক ভাবে বেশি অসুস্থ হলে তাকে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সদর হাসপাতালের চিকিৎসক বাশার বলেন, “পরিবারের পক্ষ থেকে জানানো হয় প্রচণ্ড রোদে চলাফেরা এবং গরমে অজ্ঞান হয়ে যায় ইবান। তাকে হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়।
“পরিবারের দেওয়া তথ্যের ভিত্তিতে প্রাথমিকভাবে হিটস্ট্রোক মনে হলেও তাৎক্ষণিকভাবে মৃত্যুর সঠিক কারণ নির্ণয় করা যায়নি।”