নারী দিবস: নীলফামারীতে কিশোরীদের সাইকেল শোভাযাত্রা

জেলা শহরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের দেড়শতাধিক কিশোরী সাইকেল র‌্যালিতে অংশগ্রহণ করে।

নীলফামারী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 March 2023, 01:15 PM
Updated : 6 March 2023, 01:15 PM

আন্তর্জাতিক নারী দিবসকে সামনে রেখে নীলফামারীতে দেড়শতাধিক কিশোরীর অংশগ্রহণে সাইকেল শোভাযাত্রা হয়েছে। 

সোমবার সকাল ১১টার দিকে জেলা শহরের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শোভাযাত্রা শুরু হয়ে শহর প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। 

এর আগে পায়রা উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করেন প্রধান অতিথি নীলফামারী জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ। 

উদয়াঙ্কুর সেবা সংস্থার সহযোগিতায় বাইসাকেল শোভাযাত্রা আয়োজন করে নীলফামারী নারী যোগাযোগ কেন্দ্র। 

“আমরা নেমেছি পথে নারী নির্যাতনের বিরুদ্ধে, আসুন সবাই শপথ করি নারী নির্যাতন বন্ধ করি, গড়তে হবে দেশের রত্ন – নিতে হবে মেয়ে শিশুর যত্ন’’ – এমন নানা শ্লোগান সম্বলিত ফেস্টুন বাইসাকেলে ঝুলিয়ে শোভাযাত্রায় অংশগ্রহণ করে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের কিশোরীরা। 

পরে ‘ডিজিটাল প্রযুক্তি ও উদ্ভাবন, জেন্ডার বৈষম্য করবে নিরসন’ শ্লোগানে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন নারী যোগাযোগ কেন্দ্রের সভাপতি ফরিদা খানম। 

সভায় বক্তব্য দেন সুইডিশ দাতা সংস্থা ‘ডিয়াকোনিয়া, সুইডেন’ -এর এশিয়া রিজিওনাল ডিরেক্টর ক্রিস্টার গুনার অ্যাডলফসন, টিম মেম্বার বারব্রো ক্যাটারিনা, বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর খোদেজা সুলতানা, কান্ট্রি অফিসের প্রোগ্রাম অফিসার মাজাহারুল ইসলাম এবং উদয়াঙ্কুর সেবা সংস্থার নির্বাহী পরিচালক আলাউদ্দিন আলী। 

কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার কয়েকশ মানুষ অংশগ্রহণ করেন।