শার্শার সীমান্তে ৪ কেজি সোনা উদ্ধার, গ্রেপ্তার ২

আটক স্বর্ণের ওজন ৪ কেজি ৮৯ গ্রাম এবং বাজারমূল্য ৩ কোটি ৮৬ লাখ ৭৯ হাজার ৯০০ টাকা বলে বিজিবি জানিয়েছে।

বেনাপোল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 Feb 2023, 03:00 PM
Updated : 22 Feb 2023, 03:00 PM

যশোরের শার্শার সীমান্ত থেকে ৩৫টি স্বর্ণের বারসহ দুই ব্যক্তি আটক হয়েছেন যাদের পাচারকারী বলছে বিজিবি।

বুধবার দুপুরে রুদ্রপুর গ্রামের বিলপাড়ার এলাকা থেকে স্বর্ণের চালানটি আটক করা হয় বলে খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানভীর রহমান জানান।

আটক দুজন হলেন শার্শার আমলাই গ্রামের ইয়াকুব আলী (৩২) ও গোগা গ্রামের আতিয়ার রহমান (৪৫)।

তানভীর রহমান বলেন, রুদ্রপুর সীমান্ত দিয়ে ভারতে পাচারের জন্য আনা স্বর্ণের একটি বড় চালান হাতবদল করা হবে সংবাদে পেয়ে বিজিবির টহলদল বিলপাড়ায় গোপনে অবস্থান নেয়।

“একটি প্রাইভেটকারে থাকা দুই চোরাকারবারি এবং মোটরসাইকেলে থাকা দুই চোরাকারবারি একত্রিত হলে টহলদল তাদের ধাওয়া দেয়। দুই চোরাকারবারি পালিয়ে গেলেও দুইজন ধরা পড়ে।” 

তানভীর জানান, পরে প্রাইভেটকারটি তল্লাশি করে কসটেপ দিয়ে অভিনব কায়দায় মোড়ানো অবস্থায় এসি বক্সের মধ্যে লুকিয়ে রাখা ৩৫টি স্বর্ণের বার পাওয়া যায়।

আটক স্বর্ণের ওজন ৪ কেজি ৮৯ গ্রাম এবং বাজার মূল্য ৩ কোটি ৮৬ লাখ ৭৯ হাজার ৯০০ টাকা বলে তিনি জানান।

এছাড়া জব্দ করা প্রাইভেটকারের মূল্য ২০ লাখ টাকা ও মোটরসাইকেলের মূল্য ২ লাখ ২০ হাজার টাকা ধরে স্বর্ণসহ সর্বমোট মূল্য ৪ কোটি ৮ লাখ ৯৯ হাজার ৯০০ টাকা ধরা হয়েছে বলে জানান এই বিজিবি কর্মকর্তা।

আটকদের বিরুদ্ধে মামলা দিয়ে শার্শা থানায় সোপর্দ করা হবে বলে জানান তানভীর রহমান।