পুলিশ বলছে, ঘটনার পর থেকে নিহত যুবকের বাবা-মা পলাতক বলে প্রতিবেশীরা জানিয়েছেন।
Published : 07 May 2023, 01:23 AM
গাজীপুরে তালাবদ্ধ ঘর থেকে এক যুবকের গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার রাত ৯টায় সদর উপজেলার বাঘের বাজার এলাকায় এই যুবকের লাশ পাওয়া যায় বলে জয়দেবপুর থানার ওসি মাহতাব উদ্দিন জানিয়েছেন।
নিহত আশরাফুল আলম (৩৩) নেত্রকোণার মোহনগঞ্জ উপজেলার কানুহারী (করাচাপুর) গ্রামের ওমর ফারুকের ছেলে। তিনি গাজীপুর মহানগরের টঙ্গী এলাকায় বসবাস করতেন।
ওসি মাহতাব উদ্দিন জানান, নিহতের বাবা ওমর ফারুক স্ত্রীকে নিয়ে বাঘের বাজার এলাকার একটি ভাড়া বাড়িতে থেকে স্থানীয় একটি পোশাক কারখানায় নিরাপত্তা প্রহরীর চাকরি করতেন। তার ছেলে আশরাফুল আলম টঙ্গী এলাকায় থাকতেন।
স্থানীয়দের বরাত দিয়ে ওসি জানান, আশরাফুল নেশাগ্রস্ত ছিলেন। তিনি টঙ্গী থেকে প্রায়ই বাঘের বাজার বাবা-মার কাছে এসে তাকে টাকা দেওয়ার জন্য চাপ দিতেন এবং বাবা-মার সঙ্গে ঝগড়া করতেন।
“টাকা না দিলে বাবা-মাকে মারধর করতেন বলেও স্থনীয়রা জানান। শুক্রবার তিনি বাঘের বাজারে বাবার ভাড়া বাসায় আসেন। এ সময় টাকার জন্য তার মাকে মারধর করেন।”
প্রতিবেশীদের বরাতে ওসি বলেন, শনিবার সকাল থেকে তাদের ঘর বাইরে থেকে তালা দেওয়া ছিল। সন্ধ্যা হলেও তারা না আসায় আশপাশের ঘরের লোকের সন্দেহ হয়। পরে তারা স্থানীয় ইউপি সদস্য ও জয়দেবপুর থানা পুলিশকে খবর দেয় প্রতিবেশীরা। খবর পেয়ে রাত ৯টায় পুলিশ ঘটনাস্থলে গিয়ে তালা ভেঙে ঘরে প্রবেশ করে।
“এ সময় খাটের নিচে আশরাফুল আলমের গলা কাটা লাশ পড়ে থাকতে দেখে। লাশের পাশে একটি চাপাতি পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে ছেলের অত্যাচার ও নির্যাতনে অতিষ্ঠ হয়ে বাবা-মা শুক্রবার রাতের কোনো এক সময় তাকে ঘুমের মধ্যে জবাই করে থাকতে পারে।”
ঘটনার পর থেকে তার বাবা-মা পালিয়েছেন বলে ওসি জানান।